সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইউক্রেনের রাস্তায় সব চিহ্ন ও সাইনবোর্ড মু’ছে ফে’লা হ’চ্ছে, কারণ জা’ন’লে চ’ম’কে যাবেন

যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের। এই যুদ্ধের রাশিয়া দাবি করেছিল, ইউক্রেনের প্রেসিডেন্ট রাজধানী কিভ ছেড়ে পালিয়ে গিয়েছেন৷ আমেরিকাও তাঁকে ইউক্রেন থেকে নিরাপদে বের করে নেওয়ার পরামর্শ দিয়েছিল৷

এবে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কি কিভের রাস্তা থেকে ভিডিও বার্তায় স্পষ্ট করে দিয়েছেন, দেশ ছেড়ে তিনি পালিয়ে যাচ্ছেন না। বরং দেশবাসীর কাছে তাঁর আবেদন, কোনওভাবেই যেন রুশ আক্রমণের সামনে আত্মসমর্পণ না করেন তাঁরা৷

এই পরিস্থিতিতে রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা একটি ইউক্রেনীয় কোম্পানি বলেছে, তারা সমস্ত রাস্তার চিহ্নগুলি মুছে ফেলছে বা সরিয়ে ফেলেছে, যা রাশিয়ান সৈন্যদের ইউক্রেনের মধ্যে পথ খুঁজে পেতে অসুবিধা তৈরি করবে।

আরো পড়ুন: মালবাহী ট্রাকের সা’ম’নে দৌড়ে চ’লে এলো শিশু, শক্তিমানের ম’তো প্রকোট হলেন ব্যক্তি, রইলো ভিডিও

ইউক্রেভটোডর নামে ওই সংস্থা ফেসবুকে জানিয়েছে,শত্রুদের যোগাযোগ দুর্বল, তারা স্থলপথে নেভিগেট করতে পারে না। আসুন আমরা তাদের সরাসরি নরকে যাওয়ার জন্য সাহায্য করি।

রাশিয়ার আক্রমণের সামনে প্রতিরোধ গড়ে তোলা যে ইউক্রেনের পক্ষে কার্যত অসম্ভব, তা নিয়ে সন্দিহান নয় কেউই। রাশিয়া কিভ দখল করলে প্রেসিডেন্ট জেলেনিস্কির বন্দি হওয়ারও সম্ভাবনা প্রবল৷ তা সত্ত্বেও ইউক্রেনের প্রেসিডেন্ট বিপদের সময় দেশ ছেড়ে যেতে নারাজ।