সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার কর ক’মি’য়ে দে’খা’ক রাজ্য, বিজেপির জ্বালানি চ্যা’লে’ঞ্জ

গতকাল নির্মলা সীতারমণ ঘোষণা করেছে লিটার প্রতি পেট্রোলের দাম কমতে চলেছে ১০ টাকার মতো। এদিকে আবার ডিজেলের দাম কমতে চলেছে ৭ টাকা লিটার প্রতি।

সেই নিয়েই শমীক ভট্টাচার্য্য গতকাল বলেছেন, কেন্দ্রের তরফ থেকে একের পর এক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে। দেশের কোটি কোটি মানুষের স্বার্থে অতিমারীর সময় থেকেই বিনামূল্যে রেশন, টিকা এবার জ্বালানীর করেও ছাড় করল কেন্দ্র।

শুধু তাই নয় এর সাথে গ্যাসের ক্ষেত্রেও ভুর্তুকির কথা জানিয়েছে কেন্দ্র। লক্ষ্য করলে দেখা যাবে বিজেপি শাসিত রাজ্য গুলো একের পর এক এমন সিদ্ধান্ত নিয়েছে।

আরো পড়ুন: এ মাসেই রেল ধর্মঘটের ডা’ক দিলেন স্টেশন মাস্টারদের, মুখ থু’ব’ড়ে পড়তে পা’রে পরিষেবা

কিন্তু উলটে তারা কেন্দ্রের বিরুদ্ধে ভুল আজগুবি হিসেব তুলে ধরে বকেয়ার কথা বলে চলেছে। তাই এবার যদি রাজ্য জ্বালানীর ওপরে কর প্রত্যাহার না করে তাহলে রাস্তায় নামবে বিজেপি।

তবে এদিকে তৃনমূলও চুপ করে থাকে নি।এই কথার পরিপ্রেক্ষিতে সৌগত রায় জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে সাধারণ মানুষের যে কিছুটা লাভ হবে সেটা ঠিক, কিন্তু যে হারে দাম বেড়েছে সেই হারে হ্রাস পর্যাপ্ত নয়।

বিশেষ করে যারা উজ্জ্বলা গ্যাসের সিলিন্ডার নিয়েছিল তারা কোনোভাবেই গ্যাস কিনতে পারছে না। তাই তাদের জন্য ২০০ টাকা করে ভুর্তুকি তেমন একটা ফারাক ফেলবে না।

এই ব্যাপার নিয়ে রাজ্যের ওপরে চাপ সৃষ্টি করে কোনো লাভ হবে না। তাই কেন্দ্রের উচিত তারা যাতে করের ছাড় আরও বাড়ানো উচিত।