সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Airtel এবার মা’ত্র ৯৯ টা’কা’য় বাড়ি পাহারা দে’বে আপনার, জানুন বি’শ’দে

ভারতের অন্যতম টেলিকম সংস্থা এয়ারটেল সর্বপ্রথম মূল্যবৃদ্ধি করেছিল। এবার নতুন সব ব্র্যান্ড লঞ্চ করতে চলেছে এই বেসরকারি টেলিকম সংস্থা। যে নতুন সব ব্র্যান্ড লঞ্চ করতে চলেছে এয়ারটেল সেটি হোম সার্ভিস সলিউশন ব্যবসায়ী প্রবেশ করবে। সূত্র অনুযায়ী জানা গেছে, ইতিমধ্যেই কম্পানি দিল্লি এন সি আর এর এক্স সেফ ব্র্যান্ডের অধীনেই স্মার্টফোনগুলোর জন্য নতুন নজরদারি পরিষেবার একটি পাইলট পরীক্ষা শুরু করতে চলেছে।

এটি শুধুমাত্র রাজধানী শহর দিল্লির কিছু এয়ারটেল এক্সট্রিম ফাইবার ব্রডব্যান্ড গ্রাহকদের কাছে উপলক্ষে রয়েছে। আপনি পরিষেবা পেয়ে যাবে মাত্র ৯৯ টাকার বিনিময়। পাশাপাশি বার্ষিক 999 টাকার সাবস্ক্রিপশন বেছে নিতে পারেন গ্রাহকরা। এই পরিষেবার মধ্যে আপনি পেয়ে যাবেন কিছু শক্তিশালী ক্যামেরা যেগুলি বাড়ির ভেতরের অথবা বাইরের সমস্ত দৃশ্য আপনার কাছে তুলে ধরবে।

Airtel X-Safe

এই HD ক্যামেরাগুলিতে থাকছে H.265 কম্প্রেশন, 360-ডিগ্রি ভিউ, কালার নাইট ভিশন, IP67 রেটিং, প্রাইভেসি শাটার এবং হিউম্যান ডিটেকশনের মতো উন্নত বৈশিষ্ট্য। এই পরিষেবা ftth ব্রডব্যান্ড সংযোগ এবং টেলকো গ্রেড ক্লাউড স্টোরেজ অন্তর্ভুক্ত রয়েছে। এটি এয়ারটেল এর পক্ষ থেকে এমন প্রথম সাবস্ক্রিপশন ভিত্তিক নজরদারি প্রকল্প যার মাধ্যমে আপনি স্মার্ট ফোন থেকে যেকোনো সময় বাড়ির ভেতরের অথবা বাইরের দৃশ্যর ওপর নজরদারি করতে পারবেন।

জানতে পারা গেছে, স্মার্ট ক্যামেরা এককালীন খরচ গ্রাহকদের বহন করতে হবে। বার্ষিক সাবস্ক্রিপশন এর মাধ্যমে অন্তর্ভুক্ত করা যেখানে ভিডিওগুলি সংরক্ষণ করা হবে। সংস্থাটি বর্তমান গ্রাহকদের বেছে নেওয়ার জন্য তিনটি ক্যামেরার বিকল্প অফার করছে।