সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাশিয়ার ধ্বং’স করা সবচেয়ে বড় পণ্যবাহী বিমান ফে’র সে’জে উঠলো

বিশ্বের সবথেকে বড় পণ্যবাহী বিমান যার নাম অ্যান্টোনভ, ইউক্রেনে হামলা করার সময় সেটাকে ধবংস করে দিয়েছে রাশিয়া, কিন্তু বিমান ধবংস করলেও স্বপ্ন কে তো আর ধবংস করা সম্ভব নয়। তাই সংস্থা আবার নতুন বিমান তৈরী করার লক্ষ্যে এগোচ্ছে।

২০২০ সালের ২৪ ফেব্রুয়ারী রাশিয়া ইউক্রেনে হামলা চালায়, আর সেখানেই কিয়েভে রয়েছে বিমান প্রস্তুতকারী সংস্থা, তার সামনেই তখন দাঁড়িয়ে ছিল এ এম এন্টোনোভ এ এম ২২৫, সেটাকে লক্ষ্য করেই রাশিয়া হামলা চালায় ও নিমেষের মধ্যে ধবংস হয়ে যায়।

কিন্তু বিমান ধবংস হওয়ার পর সংস্থা জানায় স্বপ্নটা কখনই মরবে না। আর সেই কথা মতোই এবার বিমান তৈরীর কাজ শুরু হয়ে গেছে। বিমান্টিকে ডাকা হয় ম্রিয়া নামে, যার ইউক্রেনিয় অর্থ হল স্বপ্ন। আসলে আশির দশকে সোভিয়েত ইউনিয়ন অ্যান্টোনভ ডিজাইন ব্যুরো এই ডিজাইন তৈরী করেছিল।

স্পেস্ক্রাফটের উদ্দেশ্যই ছিল ভারী পণ্য বহন করা। করোনার সময় বিভিন্ন জায়গায় করোনার টিকা পৌছে দিয়েছিল বিমানটি। এই বিমানের দৈর্ঘ্য ৮৪ মিটার। এই বিমানের দুটি ডানার দৈর্ঘ্য ৮৮ মিটার। বোয়িং ৭৪৭ বিমানের দ্বিগুণ আয়তন এই অ্যান্টোনভ এ এম ২২৫।

আরো পড়ুন: খেলা শে’ষ করার পর থেকেই উ’ধা’ও, ১৮ ঘ’ন্টা পর দে’খা দিলেন কোহলি, খুললেন মু’খ

তবে এবার ঘুরে দাড়ানোর সময় অ্যান্টোনোভ সংস্থা জানিয়েছে, পুনর্নির্মাণের কাজ শুরু হয়ে গেছে যার জন্য খরচ পরবে ৫০২ মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় সেটি ৪০৫৫ কোটি ৫১ লক্ষ, ৯৯ হাজার ৫০০ টাকা।

এই বিমানের পুনর্নির্মাণের জন্য সময় লাগবে ৫ বছর। ইউক্রোবোরোনপ্রম বিবৃতিতে জানিয়েছে বিমানটি আকাশে ওড়াতে ৩০০ কোটি ডলার খরচ হবে, আরস এটা রাশিয়ার থেকেই আদায় করা হবে।