সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সরকারি স্কি’মে’র টা’কা আত্মসাৎ করতে নিজের বোনকেই বি’য়ে ক’রে নিলেন যুবক

সম্প্রতি সরকার আমাদের প্রত্যেক ক্ষেত্রে অর্থ দিয়ে উপকার করছে। পড়াশোনার ক্ষেত্রে হোক অথবা বিবাহের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকার সর্বতোভাবে সাহায্য করছে আমাদের। তবে কিছু কিছু লোভী মানুষ এমন থাকেন যারা কোন না কোনভাবে সরকারকে ঠকানোর জন্য বিভিন্ন পরিকল্পনা অবলম্বন করে। তেমনই একটি ঘটনা ঘটে গেল উত্তরপ্রদেশের ফিরোজাবাদে।

বিয়ে করলেই পাওয়া যায় 35 হাজার টাকা। বিয়ের পরেই নববধূর একাউন্টে চলে আসে কুড়ি হাজার টাকা এবং বাকি টাকার উপহার সংসার সাজানোর কাজে দেওয়া হয়। এই লোভে নিজের বোনকে বিয়ে করে বসলেন এক যুবক। ঘটনাটি জানাজানি হয়ে যাবার পর ওই যুবকের বিরুদ্ধে মামলা করা হয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর একটি বিশেষ ক্রিম অনুযায়ী গণবিবাহ সাত পাকে বাঁধা পড়লে নবদম্পতিকে দেওয়া হয় 35 হাজার টাকা এবং কিছু নগদ উপহার।

সেইমতো ফিরোজাবাদের টুনডোলা ব্লক অফিসে একটি গণবিবাহের আয়োজন করা হয়েছিল। এই অর্থ পাওয়ার লোভে পাত্র পাত্রী হিসেবে নিজের এবং নিজের বোনের নাম লিখিয়ে দেন ওই যুবক। গত 11 ডিসেম্বর মোট 51 জন যুবক যুবতীর জন্য বিয়ের আয়োজন করা হয়েছিল যেখানে সাত পাকে বাঁধা পড়ে যান ওই ভাই বোন। সরকারি হিসাব অনুযায়ী তারা উপহার এবং অর্থ পেয়ে যান কিন্তু তার পরেই ঘটে বিপত্তি।

বিয়ের ছবি প্রকাশে আসছে গ্রামবাসীরা আঁতকে ওঠেন। নবদম্পতির বেশি ওই ভাই বোনকে দেখে রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা গ্রামে। স্থানীয় প্রশাসনিক আধিকারিক কে বিষয়টি জানালে যুবকের কার্ড বাজেয়াপ্ত করে যুবকের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়। সমস্ত উপহার নিয়ে নেওয়া হয় এবং যুবকের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়।