সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অভূতপূর্ব টয়লেট! আ’ছে গরম জল ও সি’ট, দা’ম মাত্র ৭ লাখ টা’কা, আর যা যা আছে জেনে নিন

জাপান বরাবরই তার প্রযুক্তির জন্য সুপরিচিত।এবাল এলাহী টয়লেট বানিয়ে তাক লাগালো জাপান। এক অভূতপূর্ব টয়লেট, যা ভারতবর্ষে বসে কেউ কল্পনাই করতে পারে না। যে টয়লেটে মিলবে গরম সিট, ঠান্ডা থেকে রেহাই পেতে দারুণ ব্যবস্থা। এই টয়লেটে রয়েছে আরও অবাক করা কিছু বৈশিষ্ট্য।

ভারতীয় মুদ্রায় ৭ লক্ষ টাকা এই টয়লেট বানাতে খরচা হবে। জাপান বরাবরই তার প্রযুক্তির জন্য সুপরিচিত। বুলেট ট্রেন থেকে হাই-টেক টয়লেটে আধুনিকতার ছাপ গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেয়।

এই শৌচাগারে ব্যবহার করা হয়েছে খুব উচ্চ প্রযুক্তির। রাজধানী টোকিওতে একটি বিল্ডিং তৈরি করা হয়েছে, যেখানে রয়েছে সব হাইটেক টয়লেট। অলিম্পিক বিল্ডিং নির্মাণকারী স্থপতি দ্বারা ডিজাইন করা হয়েছে এই বিল্ডিংটি। জাপানি টয়লেটগুলি সাধারণ টয়লেটের থেকে এক্কেবারে আলাদা। এসব টয়লেটের সিট গরম থাকে, প্রয়োজন হলে আসে উষ্ণ জল। রয়েছে অনেক প্রযুক্তি।

বিবিসির প্রতিবেদন থেকে জানা গিয়েছে, বিলাসবহুল এসব টয়লেটের দাম এক লাখ থেকে সাত লাখ টাকা পর্যন্ত। টয়লেটের ঢাকনা (সিট) খুলে যায় স্বয়ংক্রিয়ভাবেই। বসার সিটগুলি গরময। স্প্রে থেকে আসে গরম জল এবং ব্লোয়ার থেকে গরম বাতাস বের হয়। এটিতে রয়েছে একটি বিশেষ ধরনের স্পিকারও। যাতে অবাঞ্ছিত শব্দ বন্ধ বা নিয়ন্ত্রণও করা যায়।

জাপানের প্রায় ৮০% বাড়িতে ইলেকট্রনিক টয়লেট রয়েছে। যেখানে অনন্য প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তির পরে, হাতের ব্যবহারআরও কমে এল। সম্প্রতি, জাপানের পাবলিক টয়লেট নিয়ে তুমুল আলোচনা হয়েছে। এই টয়লেটে বিশেষ ধরনের স্মার্ট গ্লাসও ব্যবহার করা হয়েছে। টয়লেটের ভিতরটা দেখা গেলেও কেউ ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিলে বাইরে থেকে কিছুই দেখা যায় না।