সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঋতুপর্ণর মৃ’ত্যু’বা’র্ষি’কী’তে আবেগঘন পোস্ট বুম্বাদার

টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রাণের বন্ধু ঋতুপর্ণ ঘোষকে আজও ভুলতে পারেননি। প্রতি দিন, প্রতি মুহূর্তে তাঁর জীবনের এই গুরুত্বপূর্ণ মানুষকে মিস করেন তিনি। তাই ২০২২ সালে প্রিয় বন্ধুর মৃত্যু বার্ষিকীতে ঋতুর উদ্দেশ্যে এই খোলা চিঠিই লিখলেন। “কিছু শূন্যস্থান কখনো পূরণ হয় না… ভালো থাকিস ঋতু।” আকাশের ঠিকানায় সেই চিঠি পৌঁছাল।

ঋতুপর্ণ ঘোষের মৃত্যু বার্ষিকীতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, “আজ ৭ বছর হয়ে গেলো তুই আমাদের ছেড়ে চলে গেছিস। আজও প্রত্যেক মূহুর্তে মনে পড়ে তোকে। কত স্মৃতি, কত না বলা অভিমান, কত অসম্পূর্ণ কাজ। তোর হাত ধরেই তো মানুষ আমায় নতুন করে চিনলো। তুই তো আমার অনিয়মের ঋতু, নিয়মের ঋতু… যেখানেই থাকিস ভালো থাকিস বন্ধু।”

আরও এক বছর সুপারস্টার বন্ধুর উদ্দেশ্যে খোলা চিঠিতে লিখেছিলেন, “ঋতু আজ আমাদের মধ্যে নেই, এটা এখনও আমি মনেপ্রাণে বিশ্বাস করি না। ‘উনিশে এপ্রিল’ থেকে শুরু করে ‘নৌকাডুবি’ – এই লম্বা পথচলায় ওর সাথে আমার বেশিরভাগ সময়টাই ঝগড়া করে কেটেছে।

আরো পড়ুন: টা’কা নয়ছয়ের অভিযোগে গ্রেফ’তা”র দিল্লির স্বাস্থ্যমন্ত্রী

এখনও মনে হয়, এই বুঝি ঋতু’র একটা টেলিফোন এলো, আমি ফোনটা তুললাম, ওপার প্রান্ত থেকে একটা খুব পরিচিত গলা বলে উঠলো, “কিরে! চল, শুরু করি একটা ‘চোখের বালি’……”তুই আছিস এবং চিরকাল থাকবি তোর সৃষ্টিতে, আমার মনের ‘দোসর’ হয়ে…”

ঋতুপর্ণ ঘোষের ষষ্ঠ মৃত্যু বার্ষিকীতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, “খেলা খেলা দিয়ে শুরু, খেলতে খেলতে শেষ। অনেক খেলার মাঝে হঠাৎ আমাদের ছেড়ে চলে গেলি আজ ৬ বছর হল। কত ঝগড়া, কাজ সব বাকি ছিল। যেখানেই থাকিস ভালো থাকিস।”

অন্য এক বছর ঋতুপর্ণ ঘোষের জন্মদিনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, “আজ এই দিনটায় তোর প্রতি জমে থাকা অভিমান গুলো আরো বেড়ে যায় কিন্তু সেগুলো বলবো কাকে ? তুই তো চলে গেলি এক অন্য জগতে, তোর কথায় এ যেন “এক খেলতে যাওয়ার ছুটি.” আজ তোর জন্মদিন কিন্তু তোর প্রিয় ফুলটা পাঠাই কি করে?”

“ঠিকানাটা দিয়ে যেতে পারতি তো বল? শুভ জন্মদিন বন্ধু, তোর জন্য আজও ফুল হাতে অপেক্ষা করি রে… জানি তুই আর আসবি না শুধু, যেখানেই থাকিস খুব ভালো থাকিস, আর নিজের খেলাটা থামাস না কিন্তু”।