সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এ’বা’র স্কট’ল্যান্ড ই’য়া’র্ডে’র প্র’ধা’ন হতে চলে’ছেন ভা’র’তী’য় বংশো’দ্ভুত নীল বসু

এবার স্কটল্যান্ড ইয়ার্ডের প্রধান হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভুত নীল বসু

সময়ের চাকা বদলাতে আর কতক্ষণ, একটা সময় যখন কলকাতা পুলিশের তুলনা করা হত স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে। তাছাড়া সারা বিশ্বের কাছে একটি বেঞ্চমার্ক হিসেবে ছিল ব্রিটিশ নিরাপত্তা সংস্থা। আর সেই সংস্হার প্রধান হিসেবে বসতে পারে এক বঙ্গসন্তান। সময়ের সাথে সাথে এই সম্ভাবনা যেন আরও জোরালো হয়ে উঠছে ,যার নাম অনীল কান্তি ওরফে নীল বসু।

স্কটল্যান্ড ইয়ার্ড সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই, কারণ এই নিয়ে সবাই অবগত। ১৮২৯ সালে স্হাপিত হয়েছিল স্কটল্যান্ড ইয়ার্ড। সম্প্রতি সংস্থার প্রথম মহিলা কর্তা ডেম ক্রেসিভা ডিক পদত্যাগ গ্রহণ করছেন, কারণ ইতিমধ্যেই তার বিরুদ্ধে গুন্ডামি থেকে শুরু করে খারাপ আচরণ এমনকি বর্ণবৈষম্যমূলক মন্তব্যের অভিযোগ উঠেছে। তাই বাধ্য হয়ে এবার তিনি তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে তার এই পদত্যাগ করার পর অনুমান করা হচ্ছে, সেখানে হয়তো আসীন হতে পারে নীল বসু। ৫৩ বছরের এই নীল এর সম্ভাবনায় বর্তমানে উজ্জ্বল হয়ে উঠছে, এখন তবে তিনি লন্ডন মেট্রোপলিটন পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার।

ভারতীয় বংশোদ্ভুত এই নীল ছোটবেলা থেকেই ব্রিটেনে বড় হয়েছে। তার বাবা একজন শল্য চিকিৎসক ছিল, কিন্তু তিনি কলকাতা ছাড়েন ঠিক শতাব্দীর ছয়ের দশকে। সেখানে গিয়েই এক ব্রিটিশ নার্সের সাথে তার বিয়ে হয়, তারপর থেকে স্থায়ীভাবে ব্রিটেনেই বসবাস করতে শুরু করে নীলের বাবা। ১৯৯২ সালে নীল পুলিশে যোগ দান করে, তার কর্মতৎপরতা ও বিভিন্ন ইতিবাচক দিক এর কারণে খুব সহজেই পদোন্নতি ঘটে তার। তার এই পুলিশি জীবনে সবথেকে স্মরণীয় ঘটনা হল, জঙ্গী ওসমান খানকে খতম করে লন্ডন ব্রিজের সন্ত্রাসী হামলা রুখে দেওয়া।