সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’রা’ট ঝ’ট’কা দিলো ইউক্রেন, কৃষ্ণসাগরে ডু’বে গে’লো রাশিয়ান যুদ্ধজাহাজ

ইটের জবাব পাথরে দিল জেলেনস্কির দেশ। রাশিয়াকে এবার কড়া জবাব দিতে বাধ্য হল জেলেনস্কির দেশ। ইউক্রেন থেকে ছাড়া মিসাইল হামলাতে এবার বড় রুশ যুদ্ধজাহাজ ডুবলো কৃষ্ণ সাগরে। যদিও এর পরেও পুতিনের দেশ এই পরাজয় স্বীকার কিছুতেই করতে চাইছে না।

এই ঘটনাকে কেন্দ্র করে রাশিয়ার একটি সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, সমুদ্র উত্তাল ছিল সেই কারণেই এরকম একটি দুর্ঘটনা ঘটে। তবে অন্যদিকে জানা যায় যে কৃষ্ণসাগরে এইসময় হঠাত একটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল এবং রুশ যুদ্ধজাহাজে ভীষণভাবে আগুন ধরে যেতে দেখা গিয়েছিল।

খবর সূত্রে জানা গেছে, ইউক্রেনের থেকে ছাড়া এই মিসাইলটি বহুক্ষণ ধরেই রাশিয়ার এই যুদ্ধজাহাজটিকে নিশানা করেই রাখা হয়েছিল। এই গোটা ব্যাপারে নজর ছিল ইউক্রেনের সেনাদের।

আরো পড়ুন: কিছুক্ষণ পর না’ম’তে চ’লে’ছে বৃষ্টি! দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে ব’ড়ো আপডেট হাওয়া অফিসের

অবশেষে সুযোগ পেয়ে এই কৃষ্ণসাগরের নিক্ষেপ করে এই মিসাইলটি। এই ঘটনার পরেও রুশ সরকার ঘটনাটি মানতে রাজি নয়। রাশিয়া থেকে জানানো হয়েছে, ওই জাহাজটিতে ছিল অনেক আগ্নেয়াস্ত্র, যেগুলি ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে।

এই গোটা ব্যাপারে ইউক্রেনের হয়ে মিলিটারির মুখপাত্র সার্জেই ব্র্যাটচুক জানিয়েছেন, রাশিয়ার যুদ্ধ জাহাজে নিক্ষেপ করা হয়েছিল মিসাইল। রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে প্রায় ৫০ দিনের উপরে হয়ে গেছে, এরকম অবস্থাতে রাশিয়া, কিয়েভের কমান্ড সেন্টারে হামলা করার কথা ঘোষণা করেছেন।

কিন্তু তার আগেই দেখা গেল যে কৃষ্ণসাগরে রুশ জাহাজটির ক্ষেত্রে বড়োসড়ো বিপর্যয় ঘটেছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট একটি টুইট করে জানান, “যতক্ষণ না ইউক্রেনের হাতে আগ্নেয়াস্ত্র আসবে ততক্ষণ এই যুদ্ধ চলে যাবে, ফলে মানুষের ভোগান্তি বিপর্যয় আরো দিনের পর দিন বাড়বে। ইউক্রেন পারবে রাশিয়াকে থামাতে।

হোয়াইট হাউসে তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই বাইডেনের সঙ্গে জেলেনস্কি কথা হয়ে গেছে ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা করতে রাজি হয়েছে আমেরিকা।

হোয়াইট হাউস জানিয়েছে ভবিষ্যতে রাশিয়া-ইউক্রেনকে একইভাবে হামলা করবে, সে ভাবেই প্রস্তুত হচ্ছে আমেরিকা। হুম করেঙ্গে যথাযথ সাহায্য করবে আমেরিকা।