সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জেনে নিন সারাদিনে কোন স’ম’য়ে আপনার উচ্চতা সবথেকে বে’শি থা’কে

যত দিন যাচ্ছে তত আমরা নতুন নতুন সবিষয় সম্বন্ধে জানতে পারছি। এই যেমন ধরুন দিনের বিভিন্ন সময়ে আমাদের শরীরের ওজন বিভিন্ন ধরণের হয় তা আমরা সকলেই কমবেশি জানি। তবে দিনের বিভিন্ন সময়ে আমাদের শরীরের উচ্চ তাও বিভিন্ন ধরণের হয় তা জানেন কি! তবে চলুন আজ জেনে নেওয়া যাক ব্যাপারটা ঠিক কি রকম।

বিষয়টি হয়তো সহজে বিশ্বাস করতে আপনার অসুবিধা হবে। তাই নিজেরাই পরীক্ষা করে দেখে নিতে পারেন। সকালে ঘুম থেকে উঠে একবার উচ্চতা মেপে নিন। তারপর সারাদিনের ব্যস্ত সব কাজকর্ম শেষ করে আরেকবার মাপুন। আপনি অবশ্যই দেখবেন যে সকালের উচ্চতা র তুলনায় সন্ধ্যের উচ্চতা কয়েক সেন্টিমিটার অবশ্যই কম। আর এটা শুধু আপনার ক্ষেত্রে না, সকলের ক্ষেত্রে প্রযোজ্য।

বিষয়টির একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। সারাদিনের কাজকর্মের পর আমাদের হাঁটুর কার্টিলেজ খানিকটা কমে যায়। আর তাই দিনের শেষে উচ্চতা স্বাভাবিকের থেকে কিছুটা কমে যায়। তারপর রাতে বিশ্রামের পর কার্টিলেজ গুলি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এলে সকাল বেলা দেখেন আপনি আবার নিজের আসল উচ্চতা ফিরে পেয়েছেন। তবে উচ্চতা র হেরফের ১ সেন্টিমিটারের বেশি হয় না।

আরো পড়ুন: দেশে বি’ক্রি শুরু হ’লো Kawasaki Ninja ZX-10R বাইকের, দাম শু’ন’লে আঁ’ত’কে উঠবেন

হাঁটুর পাশাপাশি আমাদের শরীরের উচ্চতা আমাদের শিরদাঁড়ার উপরেও নির্ভর করে। আমাদের শিরদাঁড়ায় যে ৩৩ টি ভার্টিব্রি রয়েছে সেগুলিও আমাদের কাজ করার সময় সংকুচিত হয়ে যায়। ঘুমের মধ্যে যখন সেগুলি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তখন আমরাও আবার লম্বা হয়ে উঠি।