সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দিদার গ’র্ভে নাতনি! প্রসবের অপেক্ষায় মু’খি’য়ে গোটা পরিবার

মেয়ে এমনই জটিল রোগে আক্রান্ত যে চিকিৎসক বলে দিয়েছেন তিনি কোনোভাবেই সন্তানধারণ করতে পারবেন না। এ কথা শুনে অস্থির হয়ে উঠেছেন ওই তরুণীর মা। মেয়ের স্বপ্ন পূরণ করতে এবং মুখে হাসি ফোটাতে তিনি তাঁর নিজের গর্ভে মেয়ের সন্তান ধারণ করলেন। ঘটনাটি ঘটেছে আমেরিকার।

আট সন্তানের জননী পঞ্চাশ বছর বয়সী ওই মহিলা চ্যালিস স্মিথ মেয়ে কেটলিনের সন্তান নিজের গর্ভে ধারণ করেছেন। আগামী মে মাসে সেই সন্তান ভূমিষ্ঠ হবে বলে জানা যাচ্ছে।

চ্যালিস এখন সাত মাসের অন্তঃস্বত্ত্বা। কেটলিনের প্রথম সন্তান জন্মানোর পর পরই তিনি এমন জটিল রোগে আক্রান্ত হন যে ডাক্তার বলেন কেটলিনের পক্ষে আর কখনও মা হওয়া সম্ভব নয়।

আরো পড়ুন: যশ দাশগুপ্তর মাতৃবিয়োগ, ভে’ঙে পড়লেন অভিনেতা

কিন্তু কেটলিন চেয়েছিলেন অনেক সন্তানের জননী হতে। ওয়ার। তবে প্রথম সন্তান জন্মের পর ২০১৯-এ কেটলিনের জটিল রোগ ধরা পড়ে। তাঁর পুনরায় মা হওয়ার অক্ষমতার কথা কেটলিন তাঁর মাকে জানান।

চ্যালিস স্মিথ তখন আর অন্য কিছু ভাবেননি। মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য মনের সঙ্গে অনেক লড়াই করার পর শেষমেশ মেয়ে কেটলিনের কাছে তিনি এক প্রস্তাব রাখেন, যা শুনে কেটলিন কার্যত নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না।

প্রথমে তিনি বেশ বিস্মিত হয়েছিলেন ঠিকই, কিন্তু পরে মায়ের দেওয়া প্রস্তাবটি গ্রহণ করেন। এর পর চ্যালিসের নানা রকম শারীরিক পরীক্ষা করানো হয় এবং সন্তানধারণের জন্য সবক’টি পরীক্ষাতেই তিনি পাশ করেন।

চ্যালিস বলেন, “পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা সারোগেসির জন্য রাজি হতেই গত সেপ্টেম্বরে আমার দেহে ভ্রূণ প্রতিস্থাপন করা হয়। তিনি আরও বলেন, “এখন আমার গর্ভে থাকা নাতনিকে দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছি।”