সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’রো’না’কা’লে কি শাশুড়ির সাথে ঝামেলায় মে’জা’জ খিটখিটে? এইভাবে সম্পর্ক ভা’লো রাখুন

এক ছাদের নিচে থাকলে মাঝে মধ্যে মনোমালিন্য, মনকষাকষি,ভুল বোঝাবুঝি এগুলো হতেই পারে। কিন্তু তা বলে তার প্রভাব সম্পর্কের ওপর পড়া একদমই উচিত নয়। সেগুলো ঠিক রাখতে কয়েকটি বিষয়ের উপর নজর দিতে হবে।

১) মানুষের মন সব সময় ঠিক থাকে না। আপনার মুড কোন সময় খারাপ থাকলে সেই সময় আপনি নিজেকে সময় দেবেন এবং শাশুড়ির মন যদি খারাপ থাকে তাহলে তাকে একটু স্পেস দেবেন। একটু সময় দিলে দেখবেন সময়ের সাথে সাথে সবটা ঠিক হয়ে গেছে।

২) অভিমান ভীষণ মারাত্মক জিনিস। কখনো কোনো কথা মনের ভেতর পুষে রাখবেন না। যদি মনে হয় এই মুহূর্তে এই বিষয় নিয়ে কথাটি আপনার বলে ফেলা দরকার তাহলে সময়-সুযোগ বুঝে বলে ফেলবেন। নিজের দিক থেকে ক্লিয়ার থাকবেন।কিন্তু কোন কথা মনের ভেতর পুষে রেখে অভিমান জমা করবেন না। মনে রাখবেন আলোচনার মাধ্যমে অনেক সমস্যার কিন্তু সমাধান হয়ে যায় খুব ভালো অনায়াসেই।

৩) ছোট ছোট বিষয় নিয়ে কখনো মন খারাপ করবেন না। জীবনে একটু একটু করে ছাড়তে শিখুন তাহলে দেখবেন ভালো থাকবেন। আর আপনার আশেপাশের মানুষরা যেন আপনার গুরুত্ব বোঝে সেটার দিকেও খেয়াল রাখবেন।

৪) শশুর শাশুড়ি ননদ দেওর বৌদি এটা যদি আপনার সাথে কখনো খারাপ ব্যবহার করে আপনি তখনই উল্টে তাদের সাথে খারাপ ভাবে ব্যবহার করবেন না বরং তাদের খারাপ ব্যবহার করার কারণটা আগে জানতে চাইবেন। সব সময় মনে রাখবেন যে কারণ জানতে পারলে সমস্যার সমাধান অবশ্যই ঘটবে।

৫) খালি মনে অনেক সময় খারাপ দুশ্চিন্তা আসতেই পারে। তাই পরিবারের সবাই নানান কাজে ব্যস্ত থাকবেন। সেক্ষেত্রে খালি মনে খারাপ এবং দুশ্চিন্তার ইচ্ছা কখনো আসবে না। আপনার পরিস্থিতি আপনি সবথেকে ভালো বুঝতে পারবেন। তাই অবস্থা বুঝে সবসময়ের জন্য ব্যবস্থা নেবেন।