সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মহাশিবরাত্রি: মহাদেবকে স’ন্তু’ষ্ট করতে ৪ প্রহর ধরে কি কি বি’ধি মা’ন’তে হবে জেনে নিন

সামনেই মহা শিবরাত্রি। মহা শিবরাত্রিতে চার প্রহরে পুজো করলে বিশেষ ফল মেলে। আগামী পয়লা মার্চ প্রথম প্রহর অর্থাৎ সন্ধ্যে ছটা বেজে 21 মিনিট থেকে রাত নটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত, দ্বিতীয় প্রহর অর্থাৎ রাত ন’টা বেজে সাতাশ মিনিট থেকে মধ্যরাত 12:33 পর্যন্ত, তৃতীয় প্রহর অর্থাৎ 12:33 থেকে রাত তিনটে 39 মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহর অর্থাৎ ভোর তিনটে 39 মিনিট থেকে সকাল ছয়টা 45 মিনিট পর্যন্ত পুজোর সময় রয়েছে।

২ রা মার্চ অর্থাৎ বুধবার সকাল ছয়টা 46 মিনিট পর্যন্ত ব্রত পালনের জন্য শুভ সময়। মহা শিবরাত্রিতে মহাদেবকে প্রসন্ন করার জন্য ধাতু বা মাটির শিবলিঙ্গ স্থাপন করে চার প্রহর পুজো করুন।

এতে মনস্কামনা পূরণ হবে। তামাই বা মাটির পাত্রে জল ভরে বেল পাতা, ধুতরো ফুল এবং চাল নিয়ে পুজো করতে হবে। সূর্যোদয়ের আগের উত্তর-পূর্ব দিকে বসে পুজো করতে হবে।

আরো পড়ুন: আলোচনায় যেতে রা’জি নয় ইউক্রেন, এবার সবদিক থে’কে আক্রমণের নি’র্দে’শ পুতিনের

শিবরাত্রিতে না ঘুমিয়ে শিব পুরাণ শিবের মন্ত্র পাঠ করার রীতি আছে। মহাদেব শুধু জল পেলেও সন্তুষ্ট। শিবরাত্রিতে দিনভর উপোস থেকে পুজো করতে হয়।

বেল পাতা এবং জল দিয়ে শিবের অভিষেক করতে হয়। তিল, ক্ষীর এবং বেল পাতা দিয়ে যজ্ঞ করতে পারেন।