Home বিনোদন টলিউডও নেপোটিজমের শি’কা’র, অঞ্জন চৌধুরীর মেয়ে বলেই সিনেমা ক’র’তে পেরেছি, অকপট চুমকি...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টলিউডও নেপোটিজমের শি’কা’র, অঞ্জন চৌধুরীর মেয়ে বলেই সিনেমা ক’র’তে পেরেছি, অকপট চুমকি চৌধুরী

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত পাড়ি দিয়েছেন না ফেরার দেশে গতবছর ১৪ ই জুন। আর তারপর থেকেই একবার নয়, দু’বার নয়, বারংবার উঠে এসেছে নেপোটিজমের কথা। আর নেপোটিজমের প্রসঙ্গ এখন অনেকটাই খোলসা। স্টারকিডদের ইন্ডাস্ট্রিতে রাজ করার প্রবণতা তো আজকের নয়। তবে এর আগে এভাবে আঙুল দিয়ে দেখানোর প্রয়োজন পড়েনি। এর পরিপ্রেক্ষিতে স্বাধীন অভিনেতা-অভিনেত্রীদের কোণঠাসা করার ঘটনাও উঠে এসেছে। প্রতিবাদে সরব হয়েছেন অনেকেই। এই তালিকায় নাম জড়িয়েছে মহেশ ভাটের কন্যা আলিয়া ভাটের, সইফ কন্যা সারা আলী খানের, চ্যাংকি পান্ডের কন্যা অনন্য পান্ডেরও।

কিন্তু এবার শুধু বলিউড নয়, টলিউডেও উঠে এলো স্বজনপোষণের প্রসঙ্গ। আর এই ব্যাপারটা পুরোপুরি সকলের সামনে তুলে ধরলেন নব্বইয়ের দশকের টলিউডের এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী চুমকি চৌধুরী স্বয়ং। তখনকার দিনে বাংলা অভিনয় জগতের জনপ্রিয় পরিচালক ছিলেন অঞ্জন চৌধুরী। তারই দুই কন্যা চুমকি চৌধুরী এবং রিনা চৌধুরী। চুমকি এবং রিনা উভয়েই একসময় পুরোদমে কাজ করেছেন টলিউডে।

দীর্ঘদিন সিনেমা জগত থেকে সরে এসেছেন অভিনেত্রী চুমকি চৌধুরী। সম্প্রতি তিনি উপস্থিত হয়েছিলেন জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নং ওয়ান’-এর মঞ্চে। ‘দিদি নং ওয়ান’-এর সঞ্চালনার দায়িত্বে থাকেন রচনা ব্যানার্জি। এদিন রিয়েলিটি শো-এর মঞ্চে চুমকি চৌধুরী নিজেই জানালেন অভিনয় জগতে আসার ইচ্ছা কোনোদিনই সেভাবে ছিলনা, কেবলমাত্র বাবা বলেছিলেন বলেই অভিনয়ের সঙ্গে তিনি যুক্ত হন।

নেপোটিজম নিয়ে তো এখন চারিদিকে হইচই। সেই প্রসঙ্গেই কোনোরকম দ্বিধা না করেই অভিনেত্রী বলেন, “একমাত্র অঞ্জন চৌধুরীর মেয়ে বলেই ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলাম, না হলে একটা ছবি করার পর লোকে আমাকে অভিনয় জগত ছেড়ে বেরিয়ে যাওয়ার দরজা দেখিয়ে দিত। আমার বরাবরই স্বপ্ন ছিল শিক্ষিকা হওয়ার অথবা আর ৫ টা মেয়ের মতো সুখে সংসার করার। কারণ আমার ঘরের কাজ, রান্না বান্না, সেলাই, ঘর সাজানো এসব কাজ করতেই ভালো লাগে।”