সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যেন কোনো লা’স্য’ম’য়ী’র ঠোঁ’ট! র’ক্তে মা’খা জঙ্গলে এটি কি?

ফুল ভালবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া দায়। ফুলের সুবাস এবং সৌন্দর্য,ফুলকে ভালবাসার এই প্রধান দুটি কারণ। এমন একটি ফুলের কথা বলবো যেটি হঠাৎ করে দেখলে অবাক হয়ে বা চমকে যাবেন। ফুলটিকে দেখলেই আপনার মনে হবে লাল টকটকে ঠোঁট যেন আপনাকে চুমু খাওয়ার জন্য আহ্বান করছে।

ফুলটির দেখা মেলে দক্ষিণ আমেরিকার পানামা , ইকুয়েডর , কলম্বিয়া , ও কোস্টারিকা সহ বিভিন্ন দেশে। ফুলটির চলতি নাম হুকারস লিপ , হট লিপস; বৈজ্ঞানিক নাম সাইকোট্রিকা এলাটা ।একবার দেখলে এই ফুলের সৌন্দর্য আপনাকে মোহিত করবেই,একথা হলফ করেই বলা যায়।

তবে লাল ঠোটের মত অংশটি কিন্তু ফুলেপ প্রধান অংশ নয়,এটি প্রকৃতপক্ষে পুষ্পমঞ্জরি।এর ভিতর থেকে বেরিয়ে আসে সাদা রঙের আসল ফুলটি। সাদা ফুল ফোটার পরেই ‘লাল ঠোঁট’গুলো ঝরে পড়ে যায়।

আরো খবর: দেখে ম’নে হ’চ্ছে সিনেমার সেট! চেন্নাই বিমানবন্দরের নতুন টার্মিনাল উ’দ্বো’ধন করলেন মোদি

এই গাছের ওষধি গুণ সর্বজন বিদিত। স্থানীয়রা হুকার্স লিপসের পাতা ও বাকল চামড়ার ফুসকুড়ি, কফ, কানের ব্যথা ইত্যাদি উপশম করতে ব্যাবহার করে। পানামার অরণ্যের কুনা ও নগাবেগুল আদিবাসীরা একে হাঁপানি রোগের মহৌসধ রূপে ব্যবহার করেন।