সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেখে ম’নে হ’চ্ছে সিনেমার সেট! চেন্নাই বিমানবন্দরের নতুন টার্মিনাল উ’দ্বো’ধন করলেন মোদি

মনে হবে যেন রূপকথা। সাজানো গোছানো আলোর রোশনাই চারিদিকে। চেন্নাই বিমানবন্দরের নতুন টার্মিনাল দেখলে রীতিমতো অবাক হতে হবে। শনিবার চেন্নাই বিমানবন্দরে এই টার্মিনালের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চেন্নাইয়ের উন্নয়ন করতে এই টার্মিনাল অত্যন্ত উপযোগী বলে জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী।

তিনি এ নিয়ে আগে একটি টুইট করেছিলেন। নতুন টারমিনালের হাত ধরে চেন্নাইএর অর্থনীতির ভীত আরো মজবুত হবে বলেই জানিয়ে দিয়েছেন তিনি। সেই সঙ্গে বিমান পরিষেবা আরো জোরদার হবে। ২ লক্ষ কুড়ি হাজার ৯৭২ বর্গমিটার জুড়ে তৈরি করা হয়েছে এই টার্মিনাল

চেন্নাই বিমানবন্দরের যাত্রী ধারণ ক্ষমতা আরো বাড়ানো হবে, বছরে তিন কোটি যাত্রী এখান থেকে যাতায়াত করতে পারবেন বলে জানা গিয়েছে এই নতুন টারমিনালে রয়েছে ১০৮ খানা অভিবাসন কাউন্টার। আশিটি চেক ইন কাউন্টার ছটি ব্যাগেজ ড্রপ কাউন্টার এছাড়াও সেলফ চেক চেক ইন স্টেশন রয়েছে ৮ টি।

আরো খবর: ছেলে কো’টি কো’টি টাকার মালিক, পাত্র হিসেবে কাকে বে’ছে নিলেন দুবাইয়ের রাজকুমারী?

১৭টি লিটফ ১৭ টি চলমান সিঁড়ি রয়েছে। চেন্নাই বিমানবন্দরের বিমান পরিষেবা আরো মসৃণ হতে চলেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ প্রতি ঘন্টায় ৪৫টি বিমান ওঠানামা করতে পারবে এখান থেকে। রয়েছে নানান রকম শিল্পকর্ম বিশেষ করে তামিল সংস্কৃতির অভূতপূর্ব নিদর্শন দেখা যাবে এখানে।

বিভিন্ন রকমের রকমারি আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। টার্মিনাল তৈরি করতে খরচ হয়েছে ১২৬০ কোটি টাকা। ভারতের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর এই চেন্নাই বিমানবন্দর।

১৯৩০ সালে চালু করা হয়েছিল এই বিমানবন্দর ৯৩ বছর পর আবার নতুন করে চালু করা হয়েছে এই বিমানবন্দর। এই দিনটিকে একটি ঐতিহাসিক দিন বলে ব্যাখ্যা দান করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।