সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৯৫ টা’কা প্রতিদিন জমা করলেই হাতে পাবেন ১৪ লক্ষ টা’কা, বি’রা’ট সুযোগ দি’চ্ছে পোস্ট অফিস

চতুর্দিকে যেভাবে মূল্য বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মানুষের প্রত্যহ জীবনধারণের জন্যই চাপ হয়ে যাচ্ছে, তাই ভবিষ্যতের জন্য সঞ্চয় করা ছোঁড়া সুদ দিয়ে মুস্কিল হয়ে পড়েছে । সেখানে ইন্ডিয়া পোস্ট অফিস একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আগেও ছিল এখনও রয়েছে। তারা যেভাবে স্কিম গুলো রেখেছেন তাতে সাধারণ মানুষের সুবিধা হয়েছে। ঠিক তেমনি একটি নতুন স্কিম এনেছে ইন্ডিয়া পোস্ট। জানা যাচ্ছে ইন্ডিয়া পোস্টের নতুন সংযোজন সুমঙ্গল গ্রামীণ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স স্কিম। যা আপনাকে বিনিয়োগের উপর দুর্দান্ত রিটার্ন দেবে। এই স্কিমের নিয়ম হলো একটি ব্যাক্তিকে দৈনিক ৯৫ টাকা জমা দিতে হবে ডাক বিভাগে।

পরিবর্তে ১৪ লক্ষ টাকা সে পেতে পারবে। এই সুমঙ্গল গ্রামীণ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স স্কিম হল একটি এন্ডাওমেন্ট প্ল্যান। যাদের বার বার অর্থের প্রয়োজন তাদের জন্য এই স্কিমটি খুবই কাজের। এতে, বিমাকারী ব্যক্তি যদি জীবিত থাকেন, তখন তিনি অর্থ পান। অর্থাৎ, বিমাকারী ব্যক্তি তাঁর বিনিয়োগের অর্থ ফেরত পান। এর সঙ্গে বিমা কভারও পাওয়া যায় এই স্কিমে। এই স্কিমটি ১৯ থেকে ৪৫ বছরের বয়সি ব্যাক্তির মধ্যে হতে হবে। যেকোনও ভারতীয় নাগরিক এই সুবিধা নিতে পারেন।

আসুন জেনে নেওয়া যাক কিভাবে ১৪ লাখ টাকা আপনি পেতে পারেন। যদি আপনার বয়স ২৫ বছর হয় তাহলে আপনাকে প্রতিদিন ৯৫ টাকা প্রিমিয়াম দিতে হবে। অর্থাৎ মাসে ২৮৫০ টাকা জমা দিতে হবে আপনাকে। এই স্কিমে আপনি ৭ লক্ষ টাকার বিমা সমেত ২০ বছরের জন্য এই পলিসি নিতে পারবেন।

আরো পড়ুন: ভ’ক্ত’দের মি’ছি’লে দুই ষাঁড়ের ধা’ক্কা’ধা’ক্কি, এরপর যা হলো! রইলো ভিডিও

এই স্কিমে বিনিয়োগকারীকে ৩ মাসের জন্য কিস্তি পরিশোধ করলে ৮৮৫০ টাকা দিতে হবে। সেই ক্ষেত্রে ৬ মাসের জন্য আপনাকে ১৭,১০০ টাকা দিতে হবে। এইভাবে বিনিয়োগ করলে, আপনি ম্যাচুরিটিতে প্রায় ১৪ লক্ষ টাকা পাবেন। কিন্তু যদি পলিসি ধারক মারা যান তাহলে কিভাবে টাকা পাবেন আপনি? বলা হচ্ছে, কেউ যদি ১০ লক্ষ টাকার বীমা করে আর মাচুরিটি হওয়ার আগেই মারা যান তাহলে সেই ব্যক্তির পরিবার পরিবার ১০ লক্ষ টাকা ছাড়াও বোনাস পেয়ে থাকেন।

তাই এই পলিসির মেয়াদ ১৫ ও ২০ বছর রাখা হয়েছে। আপনি যদি ১৫ বছরের পলিসির  আওতায় বিনিয়োগ করেন তাহলে ৯ ও ১২ বছর পর বিমার টাকার পরিমাণের ওপর ২০ শতাংশ করে টাকা ফেরত পাবেন। বাকি ৪০ শতাংশ টাকা বোনাস সহ ম্যাচিউরিটিক সময় পাওয়া যাবে। একটি ২০ বছরের পলিসি করলে  বিনিয়োগকারীকে ১৬ বছরে ২০ পারসেন্ট টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। বাকি ৪০ শতাংশ ম্যাচিউরিটির উপর বোনাস সহ পাবেন আমানতকারী।