সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ধুমধাম করে বি’য়ে করতে টা’কা’র অ’ভা’ব হয়েছে? কোনো চি’ন্তা নেই, এই ব্যাংকে আবেদন করলেই মিলবে ঋণ

সামনেই অগ্রহায়ণ মাস বিয়ের মরশুম আসছে। কত লোকেরই বিয়ে হবে। কিন্তু একটা ভালোভাবে বিয়ে দিতে যা খরচ হয় অনেকেই সাধ্যের মধ্যে থাকে না। শেষে ধার দেনা করতে হয় আত্মীয়দের থেকে।কিন্তু এখন আর চিন্তা নেই এখন ব্যাংকে বিয়ের জন্যও লোন পাওয়া যাচ্ছে বলে জানা যাচ্ছে। এত দিন ব্যাংকে উচ্চ শিক্ষার জন্য লোন থেকে শুরু করে ব্যাবসার জন্য লোন সবই পাওয়া যেত কিন্তু এখন বিয়ের জন্যও লোন দিচ্ছে ব্যাংক।

কিন্তু কোন কোন ব্যাংকে এই পরিসেবা পাওয়া যাবে বা কি কি শর্ত রয়েছে এই লোন নিতে গেলে আসুন জেনে নেওয়া যাক। জানা যাচ্ছে, এইচডিএফসি, এসবিআই, পিএনবি-র মতো ব্যাঙ্কগুলি গ্রাহকদের এই সুবিধে দিচ্ছে। ব্যাংকের তরফ থেকে বলা হচ্ছে যে, যে কোনও ব্যক্তি বিয়ের জন্য ৫০,০০০ টাকা থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। এই ঋণ শোধ করার জন্য যথেষ্ট সময়ও দেওয়া হয়। এই ঋণ শোধ করার জন্য গ্রহীতাকে ১২ থেকে ৬০ মাস সময় দেওয়া হয়।

এছাড়াও যে কেউ ৫৮ বছর বয়স পর্যন্ত এই ঋণ নিতে পারেন।তাই কোনও টেনশন নেওয়ার দরকার নেই। তবে নিয়মিত কিস্তি পরিশোধ করা জরুরি। মিস করলে জরিমানা দিতে হতে পারে। এই পরিষেবা নিতে গেলে মাসিক আয় অন্তত ১৫০০০ টাকা হতে হবে। এই ঋণ পেতে গ্রহীতার সিবিল স্কোর ৭০০-এর বেশি থাকতে হবে। সিবিল স্কোর খারাপ হলে ঋণ পাওয়া যাবে না। এই ঋণের জন্য প্রসেসিং ফি ২.৫০ শতাংশ।

আরো পড়ুন: ঘরের ভি’ত’র দূষণ’মু’ক্ত হাওয়া চাই? রইলো এয়ার পিউরিফায়ারের সে’রা ঠি’কা’না

এছাড়াও রয়েছে আরো সুবিধা। এখন ব্যাস্ততার সময় অনেকেরই সময় হয়না ব্যাংকে যাওয়ার। আর তাই অনলাইনেও এই ঋণের জন্য আবেদন করা যাবে বলে বলা হয়েছে। তবে এই আবেদনের সঙ্গে অবশ্যই গ্রাহকের বেতন স্লিপ, কেওয়াইসি এবং ছবি দিতে হবে। তাই আর বিয়ে নিয়ে কাউকে চিন্তা করতে হবে না। পুরোপুরি বিশ্বস্ততার সাথে লোন নিয়ে নিজের বাড়ির এত বড় কাজ অনায়াসেই করে ফেলুন। কোনো রকম আত্মীয়র কাছে হাত না পেতেই।