সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বগটুই কা’ণ্ডে CBI ত’দ’ন্ত নিয়ে কি চিন্তিত? কি বললেন অনুব্রত মন্ডল?

কলকাতা হাইকোর্ট বীরভূমের রামপুরহাটের বগটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। তা নিয়ে বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “আদালতের উপর কেউ আছে নাকি? আদালত যা বলবে, তাই হবে। আইন আইনের পথে চলবে।

আদালতকে আমরা অসম্মান করি না। কোর্টের মান রাখি আমরা। কয়েকজন গ্রেফতার হয়েছে। বাকিরাও গ্রেফতার হবে।” এদিন হাইকোর্ট মামলা সম্পর্কে জানায়, এরকম একটি ভয়ঙ্কর ঘটনার তদন্তভার সিবিআই-কে দেওয়া ছাড়া উপায় ছিল না।

বগটুইয়ের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে কলকাতা হাই কোর্ট। বুধবার রাজ্য পুলিশের সিট বা বিশেষ তদন্তকারী দলের কাছে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছিল হাই কোর্ট।

আরো পড়ুন: আজ ভি’জ’বে মহানগর কলকাতা, বৃষ্টি নি’য়ে এই মুহূর্তে ব’ড় আপডেট হাওয়া অফিসের

শুক্রবার হাইকোর্ট জানায়, ওই ঘটনার বিস্তারিত পর্যবেক্ষণ করা হয়েছে। মামলার পরিস্থিতি বিবেচনা করে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে এই মামলা সিবিআই-কে দেওয়া প্রয়োজন।

বিচার এবং সমাজে প্রতি ন্যায়ের কারণে স্বচ্ছ তদন্ত করে সত্য সামনে আনা জরুরি। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। একাধিক মহিলা, শিশু এবং সদ্য বিবাহিত দুজনের প্রাণ গিয়েছে।

তবে, অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারি কেবল সময়ের অপেক্ষা। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। গরু পাচার কাণ্ডে এমনিতেই ফেঁসে রয়েছেন বীরভূমের এই তৃণমূল সভাপতি। আদালতের দ্বারস্থ হয়ে একের পর এক সিবিআই তলব তিনি এড়িয়ে যাচ্ছেন।

রামপুরহাট কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যে ঘটনার মূল চক্রি হিসেবে অনুব্রত দিকে আঙ্গুল তুলেছে বিরোধীরা। কেন্দ্রীয় গোয়েন্দাদের নজর যে “কেষ্ট দার” দিকেই থাকবে তা বলাই বাহুল্য।

আরো পড়ুন: সত্যিই কি Unlucky 13? কেন এই সং’খ্যা’কে অশুভ ধ’রা হয়? জানুন ইতিহাস

প্রসঙ্গত, সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ রামপুরহাট ১ নম্বর ব্লকের বরশাল গ্রামের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয়। এরপর রাত বাড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে। তিন, চারটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।

তাতেই পুড়ে অন্তত ১০ জনের মৃত্য়ু হয়েছে বলে খবর। একটি বাড়িতেই ৭ জন ছিল বলে খবর, তাঁদের প্রত্যেকের মৃত্যু হয়েছে। বড় অশান্তি এড়াতে রাতে গ্রামে পুলিশ মোতায়েন ছিল।

তা সত্ত্বেও কীভাবে এতগুলি বাড়িতে আগুন লাগল, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। শুক্রবার রামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সিবিআইকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।