সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সত্যিই কি Unlucky 13? কেন এই সং’খ্যা’কে অশুভ ধ’রা হয়? জানুন ইতিহাস

তেরোর অজানা কাহিনী, আমরা বিশেষত ১৩ সংখ্যাটিকে আনলাকি থার্টিন বলেই জানি, তবে তার এই আন লাকি হবার পিছনে রয়েছে নানান কারণ, আসুন জেনে নেয়া যাক এক এক করে সেই অজানা কাহিনীগুলি সম্পর্কে:-

প্রাচীনকালে ফাঁসির কাঠে উঠতে গেলে পেরোতে হত ১৩ টি ধাপ, তাই ১৩ সংখ্যাটি কখনোই লাকি হতে পারে না। যীশুর লাস্ট সাপারে ১৩ জন মানুষ ছিলেন এবং যীশু শেষ খাবার গ্রহণ করেছিল নিশান মাসের ১৩ তারিখ। এমনকি এও মনে করা হয় সেই রাত্রে ১৩ তম আসনে বসে খাদ্য গ্রহণ করার জন্যই যীশুর মৃত্যু হয়।

পুরাতন মিথ অনুযায়ী যাদের নামের অক্ষরের মোট সংখ্যা ১৩ থাকে সেই ব্যক্তিটিকে অভিশপ্ত বলে মনে করা হয়, যেমন চালর্স ম্যানশন, জেফরি দাম, জ্যাক দ্য রিপার প্রভৃতি।

আরো পড়ুন: ঋণের জা’লে আ’ট’কে সর্বস্বান্ত শ্রীলঙ্কা, চীনের দাদাগিরিতে দুধ ২০০০ টা’কা প্রতি লিটার

স্ক্যান্ডিভিয়ার ভাইকিং যোদ্ধাদের অপদেবতার নামও ছিল লোকি এবং নম্বর ছিল ১৩, অশুভ ট্যারট কার্ডে রয়েছে মোট ৭৮ টি কার্ড; যার মধ্যে ১৩ তম নম্বরটি হলো মৃত্যু। অ্যাপোলো নামে নাসার নভোযানটির বিস্ফোরণ হয়েছিল ১৯৭০ সালের নভেম্বর মাসের ৪ তারিখে, যার যোগফল ছিল ১৩।

বিমানের কোন সিটে ১৩ নম্বর সংখ্যাটির রাখা হতো না; এমনকি ইউরোপ-আমেরিকার বহুতল ভবনের লিফটে ১৩ নম্বরে থাকে না, হোটেলে থাকে না কোন ১৩ নম্বর রুম এবং একটি সমীক্ষায় দেখা গেছে ১৪ তারিখে প্রকাশিত সংবাদপত্রগুলোতে তুলনামূলক বেশি বিপদজনক খবর পাওয়া যায়।

আরো পড়ুন: ঋণের জা’লে আ’ট’কে সর্বস্বান্ত শ্রীলঙ্কা, চীনের দাদাগিরিতে দুধ ২০০০ টা’কা প্রতি লিটার

ইউরোপের মানুষজন ভয়ে শঙ্কিত থাকেন যদি কোন মাসের ১৩ তারিখ শুক্রবার পড়ে; কারণ এই শুক্রবারেই যীশু ক্রুশবিদ্ধ হয়েছিল; এমনকি ইতিহাস সাক্ষী রয়েছে ১৩ তারিখের শুক্রবার গুলিতেই নানান ধরনের বিপর্যয় ঘটেছে। অর্থাৎ বোঝাই যায় যে আনলাকি থার্টিন এই কথাটির পেছনে কতটা গুঁড়ো অর্থ লুকিয়ে রয়েছে।