সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার ব’ন্ধ হওয়ার মুখে ই-ফার্মেসিগুলো, কি আ’ড়া’ল করেছে সংস্থাগুলো?

ই-ফার্মেসি সংস্থা গুলির মাধ্যমে আমরা এখন ঘরে বসেই প্রয়োজনীয় ওষুধ অর্ডার করতে পারি।কিন্তু এবার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ই-ফার্মেসি সংস্থাগুলির স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অনেকে আশঙ্কা প্রকাশ করেছে যে কেন্দ্রীয় সরকার অনেক ই-ফার্মাসি প্ল্যাটফর্মকে লক করে দিতে পারে।

ফলে বন্ধ হয়ে যেতে পারে ওষুধের হোম ডেলিভারি। অনলাইনে ওষুধ অর্ডার করলে কিছু তথ্য দিতে হয় ই-ফার্মেসি সংস্থা গুলিকে। ফলে অনেক ক্ষেত্রেই গ্রাহকের ডেটার গোপনীয়তা ঝুঁকিতে থাকে এবং ওষুধের অপব্যবহারের সম্ভাবনা থাকে’।

সূত্রে খবর, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DGCI) ইন্টারনেটে ওষুধ বিক্রি করা অবৈধ ই-ফার্মেসিগুলিকে নোটিশ জারি করেছে। গত ৮ ফেব্রুয়ারি সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) Tata1mg, Practo, Apollo, Amazon, Flipkart-এর মতো বড় কিছু কোম্পানি সহ ২০ টিরও বেশি অনলাইন ফার্মেসি এবং অনলাইন প্ল্যাটফর্মগুলির উদ্দেশ্যে নোটিশ জারি করেছে।

আরো খবর: পঞ্চায়েতে প্রা’র্থী হতে চাইলে লিখিত পরীক্ষায় পাশ করতে হ’বে! আর কি কি শ’র্ত রাখলো তৃণমূল?

সঠিক উত্তর না পাওয়া গেলে বিনা নোটিশে দেশে ওষুধ বিক্রি ও বিতরণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অফিসিয়াল সূত্রে খবর, ই-ফার্মেসি কোম্পানি গুলি ড্রাগস এবং কসমেটিকস অ্যাক্ট, ১৯৪০ এর ধারা লঙ্ঘন করছে। এর ফলেই কঠোর হচ্ছে কেন্দ্র।