সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ম’দ্য’প্রে’মী’দের জন্য খা’রা’প খবর, ম’দে’র ঠে’ক ও বার এবার ব’ন্ধ হয়ে যাবে!

স্বাস্থ্যের পক্ষে হানিকারক মদ্যপান কিন্তু তা সত্ত্বেও প্রচুর মানুষ প্রতিদিন মদ্যপান করেন। আর এই মদ্যপায়ীদের জন্য এবার চরম দুঃসংবাদ। ইচ্ছে করলেই এবার বার এবং ঠেকে গিয়ে মদ খেতে পারবেন না। বন্ধ হয়ে যেতে বসেছে সমস্ত বার ও ঠেক। রবিবার এই প্রসঙ্গে একটি আবগারি নীতি পাশ করা হয়েছে সেখানেই এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এছাড়া রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছে মদের বারসহ মদের দোকানের আশপাশেই যেসব দোকান রয়েছে তা বন্ধ করে দেওয়া হবে।

তবে চিন্তার কোন কারণ নেই বাংলায় নয় এমন নীতি জারি করা হচ্ছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন নতুন আবগারি নীতির ফলে রাজ্যের সমস্ত বার এবং মদের ঠেক বন্ধ করে দেওয়া হবে। এবার থেকে শুধুমাত্র দোকানেই মদ বিক্রি হবে এমনকি বাইরে খোলা জায়গায় বসে খাবার কোন সুযোগ থাকবে না।

তিনি আরো জানান রাজ্যে মদ্যপানের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর সেই জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চোহান। অর্থাৎ বেশ কড়া ভাবে যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তা বলাই বাহুল্য। নর্মদা সেবাযাত্রা চলাকালীন রাজ্যের ৬৪ টি মদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল।

আরো খবর: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বি’শে’ষ সু’বি’ধা ভারতীয় রেলের, বা’ড়’তি স্ট’পে’জ একাধিক ট্রেনের

সম্প্রতি বিজেপি নেত্রী উমা ভারতী রাজ্যে আবগারি নীতি পরিবর্তন করার দাবি জানিয়েছিলেন। সেই ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হল। আর এটা মধ্যপ্রদেশে বিজেপির ভোটের মাস্টার স্ট্রোক বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ওই নতুন নীতিতে বলা হয়েছে এবার থেকে শুধুমাত্র মদের দোকানেই মদ বিক্রি করা যাবে। মদ্যপান করে যদি কেউ গাড়ি চালান তবে তার গাড়ির লাইসেন্স বাতিল করা হবে এবং জরিমানা দিতে হবে কয়েক হাজার টাকা।

আগামী এপ্রিল মাসের শুরুর দিন থেকেই এই নিয়ম লাগু হতে চলেছে। ধর্মীয় স্থান যেমন মন্দির মসজিদ গির্জা ইত্যাদি জায়গা গুলি থেকে মদের দোকানে দূরত্ব হতে হবে ১০০ মিটারের বেশি। মহিলাদের হোস্টেলের আশপাশে থাকবে না কোন মদের দোকান।