সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শার্টের বো’তা’ম মেয়েদের বাঁদিকে ও ছেলেদের ডানদিকে কে’ন থা’কে?

শার্ট মানুষের প্রতিদিনের পরিধেয় বস্ত্র। অনেক যুগ থেকে এখনও পর্যন্ত শার্ট মানুষের প্রিয় একটি পরিধেয় বস্ত্র। এত বছরের প্রিয় শার্টের বোতাম গুলি ছেলে বা মেয়ের ক্ষেত্রে ভিন্ন দিকে হয় কেন এই প্রশ্ন জেগেছে কখনো মনে? হয়ত হ্যাঁ,আবার হয়ত না। তবে এই প্রশ্নের উত্তর নিয়েই আজকের লেখা।

সিন্ধু সভ্যতার সময় থেকে বোতামের প্রচলন শুরু হয়। তথ্য অনুসারে বোতামের দিক থেকে পার্থক্য শুরু হয় মূলত ইউরোপীয় রেনেসাঁর পর। উল্লেখযোগ্য সে সময় নারীরা নিজের শার্ট নিজেরা পরিধান করতেন না্।তাদের দাসীরা এক্ষেত্রে তাদের সাহায্য করত।

ফলে স্বাভাবিকভাবেই যে কোন ডানহাতি ব্যক্তির ক্ষেত্রে বা দিক থেকে বোতাম লাগানো সুবিধাজনক ছিল। অন্যদিকে পুরুষেরা নিজেদের পোশাক নিজেরা পরিধান করত বলে তাদের শার্টের বোতাম বা দিকে রাখার রীতি শুরু হয়।

আরো পড়ুন: SBI-BOB-HDFC ব্যাংক দি’লো গ্রাহকদের খুশির খবর, দে’বে অতিরিক্ত টা’কা

অন্যদিকে জানা যায় যে, সেইকালে পুরুষ দের যুদ্ধক্ষেত্রে যাওয়ার সময় ডানদিকের বোতাম খুলে অস্ত্র বের করা সহজ হত এবং মহিলারা তাদের বাচ্চাদের বা দিকে বুকের কাছে নিতে পচ্ছন্দ করত বেশি।

এক্ষেত্রে বা দিকের বোতাম খুলে দুগ্ধ পান করানো সহজ হত। তবে যেই কারনেই হক শত বছর ধরে এই প্রথাই চলে আসছে।
এই পরিবর্তন নিয়ে মানুষ সেভাবে মাথা ঘামায়নি।তবে বোতামের এই বিভিন্নতা সেই সময়ের লিঙ্গ বৈষম্য কেও নির্দেশ করে।