সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

SBI-BOB-HDFC ব্যাংক দি’লো গ্রাহকদের খুশির খবর, দে’বে অতিরিক্ত টা’কা

সাধারণ মানুষদের জন্য এক দারুন খবর শোনালো ব্যাংক। বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও এইচডিএফসি ব্যাংক এর পথে হাঁটতে শুরু করল ব্যাঙ্ক অফ বরোদা। গত কয়েক মাস আগেই ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করেছিল এস বি আই ও এস ডি এফ সি। এবার ব্যাঙ্ক অফ বরোদা সেই পথের পথিক।

কারণ তারাও এবার ডিপোজিটের সুদের পরিমাণ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 25 শে ফেব্রুয়ারি এই সুদের হার পরিবর্তন করেছে বিওবি।

মোটকথা গ্রাহকদের আকর্ষণীয় উপহার দিতে নতুন অর্থনৈতিক বছরে নিজেদের ব্যাংকের প্রতি আকর্ষণ বাড়াতে এই সিদ্ধান্ত তাদের। ব্যাঙ্ক অফ বরোদা তে সহজেই সাধারণ মানুষ 7 থেকে 10 বছরের জন্য ফিক্স ডিপোজিট করতে পারবেন।

আরো পড়ুন: সন্ধ্যা ৬ টার ম’ধ্যে খারকিভ ছা’ড়ু’ন, ভারতীয়দের উ’দ্দে’শ্যে আ’দে’শ জা’রি দূতাবাসের

যদি ব্যাংকের সুদের হার সম্পর্কে জানতে চান তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত জানাটা দরকার। আসলে বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন সুদের হার নির্ধারণ করেছে ব্যাঙ্ক অফ বরোদা।

তাই তাদের আকর্ষণীয় সুদের হার সত্যি তাক লাগার মতো। আগ যারা ফিক্সড ডিপোজিট করেছেন তাদের ক্ষেত্রে যেমন লাভ তেমন ভাবে নতুন দের ক্ষেত্রেও খুশির খবর।

গ্রাহকেরা পাচ্ছেন 7 থেকে 45 দিনের FD-তে 2.80 শতাংশ সুদ, 46 দিন থেকে 180 দিনের ক্ষেত্রে সুদের হার রয়েছে 3.7 শতাংশ ও 181 দিন থেকে 270 দিনের জন্য করা FD-তে সুদের হার রয়েছে 4.30 শতাংশ।

আর 271 দিন থেকে 364 দিনের FD-র ক্ষেত্রে সুদের হার রয়েছে 4.4। এখানেই শেষ নয়, 5 বছর থেকে 10 বছরের জন্য FD-তে ব্যাঙ্কের তরফে সুদ দেওয়া হচ্ছে 5.25 শতাংশ হারে। তাই আর দেরি করছেন কেন ? এখনই নতুন অর্থনৈতিক বছরে ফিক্সড ডিপোজিট করুন ব্যাঙ্ক অফ বরোদাতে।