সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পরিযায়ী শ্রমিকদের রিমোট ভোটিং দেওয়া নিয়ে রা’জি ন’য় বি’রো’ধী’রা

জাতীয় নির্বাচন কমিশন বাড়ি থেকে দূরে থাকা পরিযায়ী শ্রমিকরা যাতে ভোট দিতে পারেন, সে জন্য রিমোট ইভিএম চালুর পরিকল্পনা করছে। এ নিয়ে সোমবার সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে কমিশন। তাঁর আগেই বিষয়টি নিয়ে একটি বৈঠর করল বিরোধীরা।

সেই বৈঠক কংগ্রেসের নেতৃত্বে রবিবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে হয়েছে। সেখানে বিরোধীরা এক জোট হয়ে আলোচনা করেছেন রিমোট ইভিএম-এর বিষয়টি নিয়ে। রিমোট ইভিএম নিয়ে কমিশনের প্রস্তাবে রাজনৈতিক অসঙ্গতি আছে বলে মত বিরোধীদের।

বিষয়টি নিয়ে সোমবারের বৈঠকে মিলিতভাবে কমিশনের কাছে প্রশ্ন রাখবেন বিরোধীরা। রবিবারের বৈঠকে আপাত ভাবে ঠিক হয়েছে, ১৬টি বিরোদী দল রিমোট ইভিএম চালুর বিরোধিতা করবে।

আরো খবর: আজ সোমবার, দেখে নিন কি বলছে আপনার রাশিফল (16.01.2023)

সিনিয়র কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং জানিয়েছেন এ কথা। বৈঠকে উপস্থিত বিরোধীরা জানিয়েছে, রিমোট ইভিএম চালুর ব্যাপারে কমিশনের প্রস্তাবে অস্বচ্ছতা রয়েছে।

গত বছর ২৯ ডিসেম্বর কমিশন জানিয়েছিল, পরিযায়ী শ্রমিকদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে রিমোট ইভিএম চালুর ব্যাপারে প্রস্তুত তারা। কিন্তু বিরোধীদের বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। সোমবারের বৈঠকে সম্মিলিত ভাবে সেই সব প্রশ্ন কমিশনের সামনে তুলে ধরবে তারা।