সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নারকেল গাছে বিন্দাস উ’ঠে পড়ছে সাড়ে ৪ কেজি ওজনের বি’রা’ট কাঁকড়া, রইলো ভ’য়া’ন’ক ভিডিও

এই ধরণের অতিকায় কাঁকড়া ওজন এবং শরীরের গঠনের দিক থেকে সাধারণ কাঁকড়ার থেকে একেবারে আলাদা। জানেন কি! এই কাঁকড়া এতটাই শক্তিশালী হয় যে এরা একটি মানুষের হাড় পর্যন্ত ভেঙে দিতে পারে। ভাবুনতো কি সাংঘাতিক!

এহেন বিশালাকৃতির কাঁকড়া গাছ থেকে নারকেল ফেলে কাঁটা দিয়ে ভেঙে ফেলে। এই কাঁকড়ার নাম কোকোনাট ক্র্যাব। সম্প্রতি বিশাল আকারের একটি কাঁকড়ার ভিডিও ব্যাপক ভাইরাল নেটমাধ্যমে।

ভিডিওতে দেখা যাচ্ছে, প্রায় ৪.১ কেজি ওজনের একটি বিশাল আকারের কাঁকড়া নারকেল গাছে চড়ছে। এটি লম্বায় প্রায় তিন ফিট-এর বেশি। তবে বুঝতেই পারছেন এত মোটা আর বিশাল শরীর নিয়ে গাছে ওঠা তার পক্ষে মোটেই সহজ কাজ নয়।

আরো পড়ুন: বিহারের স্পাইডার গা’র্ল, দুই কিশোরীর কা’ন্ড দেখে হতবাক নে’ট দু’নি’য়া

এই ওজনদার কাঁকড়ার ভিডিও দেখে হতবাক নেটিজেনরা। অনেকেই বিশ্বাস করতে পারছেন না, বাস্তবে এত বড় আকারের কোনও কাঁকড়া হয় বলে। এই ভিডিওটি টুইটারে ৪৪ হাজারের বেশি ভিউ পেয়েছে।

প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম আর্থ্রোপড এই প্রজাতির বিশাল আকারের কাঁকড়া। এর ঘ্রাণ ক্ষমতাও প্রবল। এটি বেশিরভাগ সময়ই রাতের দিকে শিকার করে।

সাধারণত এই কাঁকড়ার খাবার হল পচা জিনিস, যেমন- পচা পাতা, পচা ফল এবং অন্যান্য কাঁকড়ার খোসা ইত্যাদি। এই বিশাল কাঁকড়াটি ধারালো কাঁটা খুবই শক্তিশালী হয়। এটা দেখতে অনেকটা কাঁটাচামচের মতো।

এই কাঁটা দিয়ে কাঁকড়াটি প্রায় ৭৪২ পাউন্ড বল প্রয়োগ করতে সক্ষম। এটি দিয়ে সে এতটাই বল প্রয়োগ করে যে এটির সাহায্যে খুব সহজেই নারকেলের শক্ত খোসাও ভাঙতে পারে।