সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বি’শে’ষ সু’বি’ধা ভারতীয় রেলের, বা’ড়’তি স্ট’পে’জ একাধিক ট্রেনের

আগামী ২৩ শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এই মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা বলেই বিবেচিত। এই পরীক্ষা নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান রকম উৎকণ্ঠা। বিশেষ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় রাস্তাঘাটে যাতায়াতের ক্ষেত্রে নানান রকম সমস্যায় পড়তে হয় ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের।

সেই কথা মাথায় রেখে পূর্ব রেলের তরফে এক নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। পড়ুয়াদের সঙ্গে সঙ্গে ভাবনা যে রয়েছে রেলের সেটাই প্রমাণ করেছে পূর্ব রেল। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সকাল ১০ টা থেকে ১১ টা ৪৫ পর্যন্ত এবং বেলা ৩ টে থেকে বিকেল চারটে ৩০ পর্যন্ত একাধিক ইএমইউ বা প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজের সংখ্যা বর্ধিত করা হবে।

শিয়ালদহ রানাঘাট সেকশনে পলতা জগদ্দল কাকিনারা পায়রাডাঙ্গা এবং বারাসাত বনগা সেকশনে বিভূতিভূষণ হল্টে ট্রেন গুলি দাঁড়াবে। আগামী ২৩ ,২৪,২৫,২৮ ফেব্রুয়ারি এর পরের মাসে এক দুই তিন এবং চার মার্চ এই টানা আট দিন স্টেশন গুলিতে ট্রেন দাঁড়াবে। অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে বেশ কিছু ট্রেনে। এক নজরে দেখে নিন কোন কোন ট্রেনের ক্ষেত্রে অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে।

আরো খবর: ইন্টারভিউ নেওয়া ৪০ জনকে নিজেই “জেরা” করবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

৩১৮২১ শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি থামবে পলতা, জগদ্দল ও কাঁকিনাড়া স্টেশনে।

০৩১১৫ শিয়ালদহ-লালগোলা মেমু প্যাসেঞ্জার দাঁড়াবে পলতা, জগদ্দল, কাঁকিনাড়া স্টেশনে।

৩১৫১৯ শিয়ালদহ-শান্তিপুর থামবে জগদ্দলে।

৩৩৮৩৩ শিয়ালদহ-বনগাঁ থামবে বিভূতিভূষণ হল্টে।

০৩১৯৩ কলকাতা-লালগোলা মেমু প্যাসেঞ্জার থামবে পায়রাডাঙায়।

৩১৬২৩ শিয়ালদহ-রানাঘাট থামবে জগদ্দলে।

৩১৩২০ কল্যাণী সীমান্ত-শিয়ালদহ থামবে কাঁকিনাড়া, জগদ্দল ও পলতায়।

৩১৮২২ কৃষ্ণনগর সিটি-শিয়ালদহ থামবে জগদ্দলে।

০৩১৮৪ লালগোলা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার থামবে পায়রাডাঙায়।

৩৩৮৩২ বনগাঁ-শিয়ালদহ থামবে বিভূতিভূষণ হল্টে।

০৩১৯৬ লালগোলা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার থামবে কাঁকিনাড়া, জগদ্দল ও পলতায়।

৩১৮২৮ কৃষ্ণনগর সিটি-শিয়ালদহ থামবে কাঁকিনাড়া, জগদ্দল ও পলতায়।

৩১৫২৮ শান্তিপুর-শিয়ালদহ থামবে জগদ্দলে।