সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আচমকা ঝড় বৃষ্টির ফলে ভেঙে পড়ল বৈদ্যুতিক খুঁটি! প্রাণে বাঁচলেন ১৫-২০ জন

আচমকা ঝড় বৃষ্টির ফলে ভেঙে পড়ল বৈদ্যুতিক খুঁটি! প্রাণে বাঁচলেন ১৫-২০ জন

মালদা,২০ মে : বৃহস্পতিবার আচমকা ঝড় বৃষ্টির ফলে ভেঙে পড়ল বৈদ্যুতিক খুঁটি। প্রাণে বাঁচলেন প্রায় পনেরো থেকে কুড়ি জন। উল্লেখ্য পুরাতন মালদার বলরামপুর এলাকায় পশুপতি সাহা নামে এক ব্যক্তির বাড়িতে ছিলেন আত্মীয়-স্বজনরা। বাড়িতে বসে আলাপ আলোচনা করছিলেন তারা। হঠাৎ ঝড় বৃষ্টির ফলে ওই বাড়িতে বৈদ্যুতিক খুঁটি পড়ে যায়। বিদ্যুৎ দপ্তর এর পক্ষ থেকে বন্ধ করা হয় বিদ্যুৎ পরিষেবা।

অন্যদিকে পুরাতন মালদা পৌরসভার ১২ নং ওয়ার্ডের খয়রাতি পাড়া এলাকায় একটি বাড়ির টিনের চালা ইলেকট্রিক তারের উপর ভেঙে পড়ে। বিদ্যুৎ থাকাকালীন তারের উপর ঝুলতে থাকে টিনের চালা। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় কাউন্সিলর বিভূতি ভুষণ ঘোষ। মঙ্গলবাড়ী ফাঁড়ির পুলিশ ওই এলাকায় ব্যারিকেড করে দেন।

শুক্রবার বিদ্যুৎ দপ্তর এর উদ্যোগে পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে ঝড়ের দাপটে ক্ষয়ক্ষতি হয় বলে জানা গিয়েছে।