সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এক ম্যাচেই ১০ জনকে দেখালেন রেড কা’র্ড, ফুটবলারদের ত্রা’স এই রেফারি

বোকা জুনিয়র্স ও রেসিং ক্লাব সম্প্রতি আর্জেন্টাইন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল। আলোচিত ম্যাচটিতেই গুনে গুনে দশটি লাল কার্ড দেখান কাতার বিশ্বকাপে রেফারিংয়ের দায়িত্ব পাওয়া আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেল্লো। গণহারে লাল কার্ড দেখানোর ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ সমতায়।

ইনজুরি টাইমে বোকা ও রেসিংয়ের দুই ফুটবলার সেবাস্তিয়ান ভিল্লা ও জোহান কারবোনেরোর মধ্যে হাতাহাতি হলে দুজনকে লাল কার্ড দেন ফাকুন্দো। তবে তাতেই ঘটনার শেষ নয়। অতিরিক্ত সময়ের খেলা শেষের মাত্র ২ মিনিট আগে জয়সূচক গোল করেন রেসিংয়ের কার্লোস আলকারেজ।

শেষ মুহূর্তের গোলে ম্যাচ জিতেই বোকার ভক্তদের সামনে গিয়ে উদযাপন করেন তিনি।  বোকার ফুটবলাররা এমন দৃশ্য সহ্য করতে পারেননি। রেসিংয়ের জয়ের নায়ক আলকারেজকে ধাক্কা দেন। এরপর হাতাহাতি ও ধস্তাধস্তির মতো ঘটনা ঘটে।

আরো পড়ুন: ট্রেনে ব্যা’গ ভর্তি সা’প পাচার মহিলার, তল্লাশি করতেই ফোঁ’স করলো বি’ষ’ধ’র

মাঠের এই বিশৃঙ্খলা থামাতে গুনে গুনে বোকার সাতজনকে লাল কার্ড দেখান ফাকুন্দো। এছাড়া আলকারেজসহ রেসিংয়ের তিনজনকেও ছাড়েননি আর্জেন্টাইন এই রেফারি।

কাতার বিশ্বকাপে লাতিন আমেরিকার ছয়জন রেফারির মধ্যে ফাকুন্দো একজন। প্রিমেরা ডিভিশনে ১১৮টি ম্যাচে রেফারিং করে ৬১২টি হলুদ কার্ড ও ৪৫ লাল কার্ড দিয়েছেন তিনি। এবার এক ম্যাচেই দিলেন ১০টা লালকার্ড।