সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

DA মামলায় জ’য় পেলেন রাজ্য সরকারি কর্মচারীরা, ব’ড়ো ধা’ক্কা খেলো রাজ্য

মহার্ঘভাতা থেকে রাজ্য সরকারি কর্মীদের কখনোই বঞ্চিত করা যাবে না। এবার কলকাতা হাইকোর্টের তরফ থেকে এমনটাই নির্দেশ দেওয়া হলো রাজ্য সরকারের উদ্দেশ্য । বলা যেতে পারে রাজ্য সরকার এক দারুণ ধাক্কা খেল হাইকোর্টে।

মোটকথা রাজ্যের কোনো কথাই শোনে নি হাইকোর্ট, তাদের দেওয়া আবেদনকে একেবারে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। মহার্ঘ ভাতা হল সরকারি কর্মীদের আইনি অধিকার ও মৌলিক অধিকার। স্যাট এর নির্দেশই বহাল রাখল হাইকোর্ট।

কারণ হাইকোর্ট জানিয়েছে, এটা ন্যায্য পাওনা , কেন তারা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হবে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে ।তাও আগামী তিনমাসের মধ্যে।

আরো পড়ুন: LIC-র নতুন পলিসি স’ম্প’র্কে জেনে নিন, ১০০ টা’কা বিনিয়োগে পাওয়া যা’বে ৭৫ হাজার টা’কা

স্বাভাবিকভাবেই এই খবরে দারুণ খুশী রাজ্য সরকারি কর্মীরা, তবে রাজ্যের ওপরে যে একটা বিশাল চাপ বাড়ল সেটা স্পষ্ট। আজ শুক্রবার হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চের তরফ থেকে এমন রায় দেওয়া হয়।

বকেয়া ৩২ শতাংশ মহার্ঘ ভাতার দাবিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে ২০১৬ সালে মামলা হয়, আর সেই মামলার রায় হিসেবেই এই কথা বলা হয়। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বকেয়া মিটিয়ে দিতে বলে আগেই কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার যায় হাইকোর্টে।

এবার সেখানেও রায় দেওয়া হয়, যে বকেয়া ডিএ তিন মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের কর্মীরা ৩৪% ডিএ পাচ্ছে।

আর সেইদিক থেকে দেখতে গেলে রাজ্য সরকারের ডিএ র দেখাই নেই। এখনও তাদের ৩% ডিএ তেই মন ভরাতে হচ্ছে। তবে এই রায় যে সরকারী কর্মীদের মুখে হাসি ফুটিয়েছে সেটা স্পষ্ট।