সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইন্টারভিউ নেওয়া ৪০ জনকে নিজেই “জেরা” করবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক নিয়োগের পরীক্ষায় দুর্নীতির অভিযোগ অনেকদিন থেকেই।সম্প্রতি অনেক শিক্ষকের চাকরিও বাতিল করেছে আদালত।এবার অভিযোগ উঠছে ইন্টারভিউতে অনিয়ম নিয়েও।লিখিত ও ইন্টারভিউ,এই দুটি পরীক্ষার মিলিত নাম্বার যোগ করেই তালিকা প্রকাশ করা হতো।

এবার পরীক্ষার্থীদের অভিযোগ শুনেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।পরীক্ষার্থীরা অভিযোগ করেছিলেন যে, যেখানে প্রাথমিকের অ্যাপ্টিটিউড টেস্টের জন্য নির্দিষ্ট নম্বর থাকে, সেখানে ইন্টারভিউ হয়েছে কারচুপি করে। বারান্দায় বসিয়েও নেওয়া হয়েছে ইন্টারভিউ।

কোথাও কোনও মুখ দেখেই ছেড়ে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের। চক ডাস্টার হাতে ক্লাসরুমে কী ভাবে পড়াবেন, তার প্রাকটিক্যাল পরীক্ষা দিতে হয় অ্যাপ্টিটিউড টেস্টে। পরীক্ষার্থীদের অভিযোগ , ‘অনেককেই সেই প্রাকটিক্যাল পরীক্ষায় চক-ডাস্টার ছুঁতেই দেওয়া হয়নি।

আরো খবর: সোশ্যাল মিডিয়ায় মহিলা IAS ও মহিলা IPS-এর মধ্যে দড়ি টানাটানি, কিন্তু ব্যা’পা’রটা কি?

ইন্টারিউয়ের নামে প্রহসন হয়েছে।কেউ আবার ইন্টারভিউয়ে নিজের পরিচিত কোনো ক্ষমতাবান ব্যাক্তির নাম জানিয়েই চলে আসে। ‘ যাঁরা ওই ইন্টারভিউয়ের দায়িত্বে ছিলেন,তাঁদেরই মুখোমুখি হতে হবে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়- এর প্রশ্নের।

মঙ্গলবার হাই কোর্টের সার্ধশতবার্ষিকী ভবনে আপাতত ৪টি জেলা থেকে ৪০ জন ইন্টারভিউয়ারকে তলব করেছেন বিচারপতি।সূত্রে খবর অভিজিৎ গঙ্গোপাধ্যায় , এই ইন্টারভিউয়ারদের মুখোমুখি হবেন নিজের এজলাসের বাইরে।

তাদের প্রশ্নোত্তর পর্ব হবে রুদ্ধদ্বারে,সবরকম গোপনীয়তা বজায় রেখে । কেবলমাত্র যাঁদের সাক্ষ্য গ্রহণ করা হবে এবং তাদের আইনজীবীরাই উপস্থিত থাকতে পারবেন শুনানির সময়।