সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“নেশাখোর-তোলাবাজ-চরিত্রহীন, অ-কল্যাণের মু’ক্তি চা’ই”, পোস্টার ছে’য়ে গে’ল রিষড়ায়

কল্যাণ থেকে এবার করে দেওয়া হল অ কল্যাণ। এই অকল্যাণের বিচারের জন্যই পোস্টারিং। দাদা তুমি বিচার কর, দিদি তুমি বিচার কর। এই ধরণের পোস্টারে একেবারে ছেয়ে গেছে রিষরা, কিন্তু কারা করল পোস্টার? এই নিয়ে জানা যায় নি। অবশ্য কোনো মুখও খোলেনি তৃণমূল।এখন হুগলির রিষরা জুড়ে শুধু এই পোস্টার।

Poster against Kalyan Banerjee: 'নেশাখোর, তোলাবাজ, চরিত্রহীন...', 'অ-কল্যাণের মুক্তি চাই' বলে পোস্টারে ছয়লাপ

শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তথা সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলা যেতে পারে সেকেন্ড ইন কমান্ড, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে মন্তব্য করতেই, বিতর্কের সূত্রপাত।আর সেই সূত্র ধরেই এই পোস্টের লাগিয়েছে দলের কর্মীরা এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।রিষড়ার ওয়েলিংটন জুটমিল, ছাইরোড, মৈত্রীপথ সহ বিভিন্ন এলাকায় পোস্টারে পোস্টারে।

বিভিন্ন পোস্টার এর বিভিন্ন লেখার উল্লেখ পাওয়া যায়, কিছু পোস্টারে দেখা যায়, দিদি তুমি বিচার ,দাদা তুমি বিচার কর।এই পাপের মুক্তি দাও। মানুষ এর বিচার চায়। আবার কিছু স্থানে লেখা রয়েছে, কল্যাণ নয় অকল্যাণের মুক্তি চাই। নেশাখোর তোলাবাজ চরিত্র হীন আর নয়।

কল্যান বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কিছু উন্মোচন হয়েছে। যেমন দেখা গেছে হুগলির মধ্যে তৃণমূলের দুই ভাগে দল রয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্যকে অনেকেই সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করেছেন। আবার কিছু কিছু দেখা গেছে কল্যাণ অকল্যাণ লেখাও। এদিকে আবার আরামবাগের তৃণমূল সাংসদ যিনি রিষরার বাসিন্দা, সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কথার মাধ্যমে আক্রমণ করেছেন এবং বলেছেন এই মুহূর্তে লোকসভার চিফ হুইপ পদ থেকে পদত্যাগ করা উচিত।