সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সরকারি জমিতে থাকা ধর্মীয় কা’ঠা’মো স’রা’তে জেলা শাসকদের নি’র্দে’শ নবান্নের

সরকারি জমি ও পাবলিক প্লেসে দখলদারি চালিয়ে তৈরি করা হয়েছে ধর্মীয় সহ আরো অনেক কিছু। এবার সেইগুলোকে সরানোর নির্দেশ দিল নবান্ন। রাজ্যের বিভিন্ন জেলায় এই ধরনের দখলদারি চালিয়ে ধর্মীয় কাঠামো থেকে শুরু করে বিভিন্ন কিছু তৈরি করা হয়েছে, এবার সরকারি নীতি অনুযায়ী সেই দখলদারি সরিয়ে দ্রুত রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। রাজ্যের মোট আটটি জেলার জেলাশাসক দের এই নির্দেশ দেওয়া হয়েছে, পুরোটাই লিখিতভাবে এমনটাই জানা যাচ্ছে।

অনেক জায়গাতেই দেখা গেছে সরকারি জমি বা জনসাধারণের ব্যবহার করা জায়গায় গজিয়ে উঠেছে বিভিন্ন অবৈধ দখলদার। বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে মন্দির মসজিদ, আর সেই কারণেই লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জনস্বার্থে পরিকাঠামোগত উন্নয়নে বাধা বিপত্তি।বিশেষ করে রাস্তা সম্প্রসারণ এর কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে এই সমস্ত অবৈধ দখল দারির জন্য। মানুষের স্বার্থে যে পরিকাঠামোগত উন্নয়ন মূলক কাজ শুরু হয়েছে, সেই সব থেকে একেবারে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।

ইতিমধ্যেই রাজ্যের মোট আটটি জেলার আলিপুরদুয়ার, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও কালিম্পংয়ের জেলাশাসকদের নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা সরকারি নীতি মেনে এই সমস্ত কাজ করে। রুমন সরকার এর আগে বাম সরকারের আমলেও এই নীতি নেওয়া হয়েছিল।২০১০ সালে ১৩ এপ্রিল গেজেট নোটিফিকেশন করেছিলেন তৎকালীন সরকার। এবার সেই নীতি ও আইন মেনেই প্রশাসন সূত্রে খবর অন রিমুভাল অফ আনঅথরাইজড টেম্পলস অ্যান্ড স্রাইনস, এটস্যাটরা ফ্রম পাবলিক প্লেসেস’ নির্দেশ দেওয়া হয়েছে।।