সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মনের মানুষ থাকলে বিরহ আসবেই, তাই ভ’য়ে প্রেমই হ’লো না: দিতিপ্রিয়া

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক রানী রাসমণি দর্শকদের অতি প্রিয় একটি ধারাবাহিক। যেখানে রানী রাসমনির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল দিতিপ্রিয়া রাযকে। এখনো পর্যন্ত প্রত্যেকটি বাঙালি দিতিপ্রিয়ার মধ্যেই যেন রাসমনির সেই ছায়াটি খুঁজে পায়। সেই চরিত্র থেকে এখনো পর্যন্ত দর্শকরা বেরোতে পারছেন না কিন্তু উল্টো দিকে দিতিপ্রিয়া কিন্তু একের পর এক ছক্কা মারছে অভিনয় জগতে।

ছোটপর্দা থেকে বেরিয়ে এবার বড় পর্দায় পা রেখেছেন দিতিপ্রিয়া। বর্তমানে তিনি “আয় খুকু আয়” ছবির ছোট্ট খুকু যে বাস্তবে আস্তে আস্তে ভেঙেচুরে নতুন এক অভিনেত্রী হয়ে উঠছেন। এবার পর্দায় জুটি বাঁধছেন দিব্যজ্যোতি দত্তের সঙ্গে। পরিচিত একটি গান “দেখেছি রূপ সাগরে মনের মানুষ” গানটিকে এবার নতুন ভাবে উপস্থাপনা করতে চলেছেন দিতিপ্রিয়া এবং দিব্য জ্যোতি।

সম্প্রতি মুক্তি পেয়েছে “অচেনা উত্তম” যার পরিচালক অতনু বসু, দিতিপ্রিয়াকে সেখানে দেখা গিয়েছিল সাবিত্রী চট্টোপাধ্যায়ের চরিত্রে। একটি সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ হয় দিতিপ্রিয়ার এবং সেখানেই তাকে প্রশ্ন করা হয় যে নতুন জুটি দিব্যজ্যোতির সঙ্গে তিনি তার কাজ কিভাবে উপভোগ করছেন? এ বিষয়ে নায়িকা জানান,” ছোটপর্দায় তিনি যখন অভিনয় করতেন সেই সময় দিব্যজ্যোতি সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। নতুন প্রজন্মে দিব্যজ্যোতি অত্যন্ত জনপ্রিয় একটি মুখ।

আরো পড়ুন: ISC পরীক্ষায় কতো নম্বর নি’য়ে পাশ করলেন অশ্মী? রেজাল্ট প্র’কা’শ্যে আনলেন বয়ফ্রেন্ড

একসঙ্গে কাজ করেছেন তিনি, তাঁর খুব ভালো লেগেছে”। অভিনেত্রী জানান, এটা এমন একটি গানের মিউজিক অ্যালবাম হতে চলেছে যে গানটি ছোট থেকেই তিনি শুনে আসছেন এবং বয়সের প্রত্যেকটা সময়ে গানটি নতুন নতুন ভাবে ধরা দিয়েছে। “দেখেছি রূপ সাগরে মনের মানুষ” গানটির মিউজিক ভিডিও পরিচালনায় রয়েছে অরিন্দম চট্টোপাধ্যায় এই গানটি গেয়েছেন মহতিম শাকিব।

সংবাদমাধ্যমের তরফ থেকে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় এই গানটি নতুনরূপে কিভাবে দর্শকের সামনে ধরা দেবে? সেই বিষয়ে দিতিপ্রিয়া জানান,” প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের কোনদিনও পাওয়া সম্ভব হয়ে ওঠেনা সেই সমস্ত ভালোবাসা গুলো কখনোই সম্পূর্ণ ভালোবাসার মর্যাদা পায় না।

কিন্তু আবার সেই মানুষগুলো কখনো হৃদয় থেকে মোছেও না। এই গানটিতে দিতিপ্রিয়া সেই ধরনের একটি মেয়ে যার জীবনে হয়তো পুরুষের ছোঁয়া লেগেছে কিন্তু সেই মেয়েটি সেই পুরুষটিকে কখনোই ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারেনি।”