সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বছর দু’য়েকের মধ্যেই বু’লে’ট ট্রেন ছু’ট’বে ট্র্যাকে, স্লিপার কো’চ পা’বে বন্দে ভারত: রেলমন্ত্রী

ভারতীয় রেলের প্রোগ্রেস চোখের সামনে ফুটে উঠছে, ইতিমধ্যেই বন্দে ভারত এক্সপ্রেস প্রায় সর্বত্র পৌঁছে গেছে। তবে বন্দে ভারতে এবার নতুন সংযোজন। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি জানিয়েছেন এবার আর বসে বসে নয়, শুয়ে শুয়ে বন্দে ভারত এক্সপ্রেস এর যাত্রীরা নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবে।

চলতি বছরের শেষের দিকে বন্দে ভারত এক্সপ্রেসে স্লিপার কোচ চালু করা হবে । এখানেই শেষ নয় তিনি আরো জানিয়েছেন, বন্দে ভারত এক্সপ্রেসের আদলে মেট্রো পরিষেবাও চালু হতে পারে।

বন্দে ভারত এক্সপ্রেস সচরাচর ৫০০-৬০০ কিমি পথ একবারে অতিক্রম করে, তবে বন্দে ভারত মেট্রো ১০০ কিলোমিটার পথ অতিক্রম করবে, যার ফলে দুটি গুরুত্বপূর্ণ শহরকে একসাথে যুক্ত করা যাবে এই মেট্রো পরিষেবার মাধ্যমে।

আরো খবর: এই প্রথম ছেলেকে নিয়ে তিরুপতি দ’র্শ’ন করতে এলেন কাজল, রইলো ছ’বি

এরপরেই তিনি বুলেট ট্রেন সম্পর্কেও আসার কথা শুনিয়েছেন। রেলমন্ত্রী জানিয়েছেন আগামী দুই বছরের মধ্যেই ভারতে চালু হতে চলেছে বুলেট ট্রেন। ২০২৬ সালের জুলাই আগস্ট মাসের মধ্যে এই বুলেট ট্রেন পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রথম বুলেট ট্রেন গুজরাটের আমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত চালানো হবে। ইতিমধ্যেই বুলেট ট্রেন সংক্রান্ত পরিকাঠামোর কাজ অনেকটাই এগিয়েছে। মহারাষ্ট্রে বুলেট ট্রেনের ১৩টি স্টেশন এর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। দেশের প্রথম বুলেট ট্রেন ৩২০ কিমি স্পিডে চলবে বলে জানিয়েছেন তিনি।