সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১ এপ্রিলকে কেন “এপ্রিল ফুল” ডে বলা হয়? আসল গল্পটা কি?

আজ এপ্রিল মাসের প্রথম দিন গোটা বিশ্বে এই দিনটিকে এপ্রিল ফুল হিসেবেই পালন করা হয়। বোকাদের দিন হিসেবেই ধরা হয় এই দিনটাকে।। আত্মীয়-স্বজন থেকে বন্ধুবান্ধবরা যদি কেউ কোন সিরিয়াস কথা বলেন অনেকেই বিশ্বাস করতে চান না। এপ্রিল ফুলে বোকা বনে যেতে হয় অনেক চালাক মানুষকে।

জানেন কি এই দিনের আসল গুরুত্ব? কেন বিশ্বের প্রতিটি দেশে এই বিশেষ দিনটিকে পালন করা হয়! তবে আগে শুধুমাত্র ফ্রান্স এবং ইউরোপের কয়েকটা দেশে এই দিনটি পালন করা হতো! ধীরে ধীরে এই দিনটি ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে। ১৩৮১ সাল থেকে নাকি এই দিনের মাহাত্ম্য চলে আসছে।

রাজা রিচার্ড এবং রানী অ্যান ঘোষণা করেছিলেন ১৩৮১ সালের ৩২ মার্চ তারা বাগদান করবেন। আর সেই খবর ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে যদিও অনেক পরে দেশের মানুষ বুঝতে পারেন ওই দিনটির কোন গুরুত্ব নেই তারপর থেকেই ওই ৩২ শে মার্চ বা ১ লা এপ্রিল পালিত হয়ে আসছে এপ্রিল ফুল।

আরো খবর: পয়লা এপ্রিলেই সস্তা হলো গ্যাস সিলিন্ডার, নতুন দাম কত হ’লো?

ইউরোপের দেশ গুলিতে ওই দিনটায় নববর্ষ পালন হতো। পোপ গ্রেগরি একটি নতুন ক্যালেন্ডার তৈরি করেন। সেখানে জানুয়ারি থেকে নতুন বছর উদযাপনের কথা ঘোষণা করা হয়। অবশ্য কেউ কেউ আবার এপ্রিল মাসের প্রথম দিন নতুন বছর পালন করতেন বলে তাদের বোকা বলা হত।

উনিশ শতকের মধ্যেই এপ্রিল ফুল সারা বিশ্বে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে। যদিও কিছু কিছু সংবাদমাধ্যম দাবি করে ব্রিটিশরাই ভারতবর্ষে এই এপ্রিল ফুলের গুরুত্ব প্রচার করে। সে যাই হোক না কেন এপ্রিল ফুল কিন্তু আজও মানুষের মজার।