সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অনুব্রতকে ফে’র তলব করলো CBI

অনুব্রত মণ্ডলের হাইকোর্টে রক্ষাকবচের আবেদন খারিজ হতেই; গরু পাচারকাণ্ডে তাকে ফের তলব করল সিবিআই। গরু পাচারকাণ্ডে শনিবারই তাঁর কাছে পৌঁছেছে সমন।

এই পরিস্থিতিতে তাঁর মুখে শোনা গেল সিবিআই-এর প্রশংসা। জানা গিয়েছে, ৬ এপ্রিল নিজাম প্যালেসে অনুব্রতকে তলব করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই নিয়ে পঞ্চম বার অনুব্রতকে তলব করল।

যদিও এর আগে সিবিআই-এর তলবে এক বারও হাজিরা দেননি তিনি। কখনও তিনি জানান, নির্বাচন সংক্রান্ত কাজে ব্যস্ত রয়েছেন, আবার কখনও জানিয়েছিলেন, তাঁর শারীরিক অসুস্থতার কারণে যেতে পারছেন না।

অনুব্রত সম্প্রতি গ্রেফতারির আশংকায় হাইকোর্টেও গিয়েছিলেন। তবে তাঁর রক্ষাকবচের আবেদন খারিজ হয়ে যায় আদালতে। পাশাপাশি তাঁকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয় আদালত। মূলত, কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আবেদন খারিজ হওয়ার পরই ফের তলব।

অন্য দিকে, রামপুরহাটকাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে খুশিপ্রকাশ করেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা। জানিয়েছেন, বগটুইয়ের ঘটনায় সিবিআই-এর তদন্তে প্রশাসন সাহায্য করছে। সিবিআইয়ের তদন্তে তিনি ১০০ শতাংশ খুশি।