সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’রা’ট ব্যা’পা’র! HDFC-র মিউচুয়াল ফা’ন্ড দি’চ্ছে অবিশ্বাস্য রিটার্ন, আ’জই করুন বি’নি’য়ো’গ

এখনকার দিনে প্রতিটা মানুষেরই কিছু সঞ্চয় করে রাখা খুবই প্রয়োজন। যেভাবে পড়াশোনা থেকে শুরু করে চিকিৎসার খরচ বেড়েছে কোনো ইমারজেন্সিতে সেভিংস না থাকলে খুব সমস্যায় পড়তে হয়। আর তাই অল্প বিস্তর সকলেই নিজের সাধ্য মত সেভিংস করার চেষ্টা করে থাকেন। আজকাল অনেক বিনিয়োগ মাধ্যমও বেরিয়েছে যেখানে টাকা ডিপোজিট করছেন। শেয়ার মার্কেটেও অনেকেই বিনিয়োগ করেন কিন্তু তাতে রিস্ক থেকে যায়। সবচেয়ে ভালো কোনো বিশ্বস্ত ব্যাঙ্কে ডিপোজিট করা।

কিন্তু ব্যাংক মানেই কম সুদ দেবে বলে অনেকেই মনে করেন। তবে এখন আর চিন্তা নেই। এখন মিচুয়াল ফান্ডের সুবিধা থেকে অনেক বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে। একটি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে মাত্র ৬ থেকে ৮ শতাংশ হারে সুদ পাওয়া যায়। সেখানে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ১৮ শতাংশ রিটার্ন পাওয়া যাচ্ছে। আজ সেরকমই একটি মিচুয়াল ফান্ডের কথা এই প্রতিবেদনে আলোচনা করা হবে।

সম্প্রতি HDFC-র মিউচিয়াল ফান্ড বাজারে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে সকলের কাছে। পাশাপাশি, বিপুলসংখ্যক মানুষ আকৃষ্টও হচ্ছেন এর প্রতি। জেনে অবাক হবে সকলেই যে, ইতিমধ্যেই HDFC-র FLEXI CAP-এ অন্তর্ভুক্ত HDFC Focused 30 Fund Direct Plan Growth মিউচিয়াল ফান্ডটি শুধুমাত্র ১ বছরেই ২০.৩৬ শতাংশ রিটার্ন দিয়েছে। যেখানে এর HDFC Flexi Cap Direct Plan-Growth ১৬.০৪ শতাংশ হারে রিটার্ন দিয়েছে।

আরো খবর: হিন্দি ফি’ল্মে কা’জে’র ডাক পেলেও হয়নি ছবি, কি হলো সেই সিনেমার?

এবং বেটি গত ৮ নভেম্বর থেকে প্রযোজ্য হয়েছে। যেটির মধ্যে সিনিয়র সিটিজেন রেট NRI-এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। পাশাপাশি, NRE ডিপোজিটের জন্য ন্যূনতম মেয়াদ হল ১ বছর। শুধু তাই নয় এইচডিএফসি এই মাসের ইন্টারেস্ট রেটও যথেষ্ট লাভজনক দেখা গেছে।

কোনো ব্যাক্তির যদি HDFC ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট থেকে, তাহলে ব্যাঙ্ক থেকে সেই ব্যক্তিকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত মূলধনের ওপর ৩ শতাংশ হারে সেভিং ইন্টারেস্ট প্রদান করবে ব্যাংক। পাশাপাশি, ৫০ লক্ষের বেশি টাকার ওপর ব্যাঙ্ক ৩.৫ শতাংশ হারে সেভিং ইন্টারেস্ট প্রদান করবে বলে জানা গিয়েছে।