সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নেপালের আ’র্থি’ক স’ঙ্ক’টে জেরবার শিলিগুড়ি, পড়েছে ব্যা’প’ক প্র’ভা’ব

চরম আর্থিক সংকটে ভুগছে নেপাল। শ্রীলঙ্কার মতো নেপালেও এখন আর্থিক সংকট দেখা দিচ্ছে। যার প্রভাব পড়ছে বাংলাতেও। যদিও শ্রীলংকার তুলনায় নেপালের অবস্থা এখন ভালো। তবে উত্তরবঙ্গের ব্যবসায়ী মহলে নেপালের আর্থিক সংকটের অল্প বিস্তর প্রভাব পড়ছে।

নেপালের অন্যতম প্রবেশদ্বার শিলিগুড়িতেও এর প্রভাব পড়ছে। নেপালের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত শিলিগুড়ি। নেপালের বিদেশি ব্যাংকিং লেনদেন থেকে শুরু করে পণ্য আমদানি-রপ্তানি বর্তমানে কমে গিয়েছে। এর প্রভাব পড়ছে উত্তরবঙ্গের বাজারে।

এমনকি পর্যটন শিল্পেও এর প্রভাব পড়ছে। ব্যবসায়ী ক্ষেত্রগুলিতে সরাসরি প্রভাব পড়ছে। নেপালের অধিকাংশ সামগ্রী ভারত এবং অন্যান্য দেশ থেকে রপ্তানি হয়। উত্তরবঙ্গ থেকে চাল, শাকসবজি থেকে শুরু করে চিনি, তেল, চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য সামগ্রী রপ্তানি হয়।

আরো পড়ুন: তরমুজেও না’কি নারী-পুরুষ আ’ছে! ফলটি মিষ্টি হ’বে কি না বু’ঝে নিন এভাবে

কিন্তু বর্তমানে ব্যাংকিং লেনদেন বন্ধ হয়ে যাওয়াতে নেপালের ব্যবসায়ীরা আর এসব আমদানি করছেন না। উত্তরবঙ্গের অনেক ব্যবসায়ীর উদ্বেগ এতে বেড়েছে।

নর্থ বেঙ্গল এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে নেপালে আগে সবকিছুই রপ্তানি করা যাচ্ছিল। কিন্তু বর্তমানে গম, ভুট্টা সহ জরুরী কিছু সামগ্রী রপ্তানি হচ্ছে। অন্যান্য জিনিসের রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নেপাল থেকে আদাসহ যে সামগ্রী শিলিগুড়ির বাজারে আসত তার আমদানিও বন্ধ হয়ে গিয়েছে। এভাবে সমস্যা আরও বাড়ছে। চলতি বছরের মার্চ মাস থেকে লেনদেন বন্ধ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

পণ্য আমদানি-রপ্তানির পাশাপাশি উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীদের উপরেও এর প্রভাব পড়েছে। গত দুই তিন মাস ধরে নেপাল থেকে ভারতে আগত পর্যটকদের সংখ্যা কমেছে।