সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কুকুরের না’মে পনির! রেস্টুরেন্টের মেনু কা’র্ড দেখে চ’ম’কে উঠলেন সকলেই

আমিষ হিসেবে তাকে কেউ পাত্তা না দিলেও, নিরামিষের রাজা সে। তারা কিনা নিরামিষাশী মানুষ তাদের কাছে এটি অমৃতের সমান, যার নাম পনীর। নিরামিষাশী মানুষ যেখানেই যাক না কেন ভালো পদের মধ্যে এটাকেই সবার আগে জায়গা দেয়। কিন্তু অবাক করা বিষয় হল রেস্তোরাঁয় পছন্দের পদ খুঁজতে গিয়ে নাম দেখে অবাক হয়ে গেল লেখিকা।

কুকুরের নামে রয়েছে পদের নাম, শুনে হয়তো অবাক হচ্ছেন কিন্তু ঘটনা সত্যি। আসলে সাদা পাতায় গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে পদের নাম। সেখানে লেখা রয়েছে পনির ল্যাব্রাডর। ল্যাবরেটর একটি ব্রিটিশ প্রজাতির কুকুর, খাওয়ার নামের সাথে এমন নাম কখনই আশা করা যায় না।

আসলে উত্তর ভারতের এটি একটি জনপ্রিয় পদ, যেটা কি না রেস্তোরাঁর পক্ষ থেকে লিখতে গন্ডগোল করা হয়েছে। সেটা সহজেই ধরে ফেলেছে লেখিকা। লেখিকা নন্দিতা আইয়ার, তিনি তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন অটো কারেক্টের কুফল।

আরো খবর: বিশ্বকাপ জেতার পরেই কি অবসর নে’বে’ন মেসি? কি বললেন লিও?

আমরা সবাই জানি মোবাইলে অটো কারেক্ট অপশন অন থাকলে নিজের থেকেই শব্দের পরিবর্তন ঘটে যায়। এখানেও ঠিক একই ঘটনায় ঘটেছে, কারণ যেখানে লেখার কথা পনির লাবাবদার, সেখানেই অটো কারেক্টের দৌলতে পনির ল্যাবরেডর হয়ে গেছে।