সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চিড়িয়াখানার নিরাপত্তারক্ষীকে মে’রে সিংহকে নিয়ে পা’লা’লো সিংহী!

সম্প্রতি ইরানের একটি চিড়িয়াখানায় ঘটে গেল অবাক কান্ড। জোর করে খাঁচায় বন্দী করে রাখা হয়েছিল একটি সিংহ এবং তার সঙ্গিনীকে। মন থেকে তারা এ জিনিস মেনে নিতে পারেনি। খাঁচায় এক বছরেরও বেশি সময় ধরে বন্দী থাকার ফলে বিরক্ত হয়ে গিয়েছিল ওই সিংহ এবং তার সঙ্গিনী। অবশেষে সুযোগ পেয়ে দ্বার রক্ষীকে মেরে দিয়ে সঙ্গীকে নিয়ে চম্পট দিল তারা। এমন কাণ্ড ঘটে গেল ইরানের একটি চিড়িয়াখানায়।

বৈজ্ঞানিক পর্যালোচনা মতে, দৈনিক 16 থেকে 18 ঘন্টা ঘুমায় একটি পূর্ণবয়স্ক সিংহ। কিন্তু সিংহীরা দৈনিক কতক্ষণ ঘুম দেয় তা এখনো জানা যায়নি। ইরানের আর এক শহরের চিড়িয়াখানায় কয়েক বছর ধরে একটি খাচায় বন্দি করে রাখা হয়েছিল এক সিংহ দম্পতিকে। সারাদিন ঘুমোতে পেরে সিংহটি বিশেষ উচ্চবাচ্য না করলেও সিংহী প্রথম থেকেই হুংকারে গর্জনে মাথা নাড়াতে থাকে। কোন ভাবেই তাকে শান্ত করে দেখা যায়নি।

বনের রানীকে খাঁচায় আটকে ধরে রাখার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু সিংহী কিছুতেই খাঁচায় নিজেকে বন্দী করে রাখতে চায়নি। অতঃপর একদিন সুযোগ পেয়ে দ্বার রক্ষীর ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে সে। আচমকা এই আঘাতে পালাবা সুযোগ পায়নি রক্ষী। অনিবার্য মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। সেই সুযোগে ঘুমিয়ে থাকা সঙ্গীকে তুলে মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায় ওই সিংহী।

এদিকে খাঁচা ভেঙে সিংহ দম্পতি পালিয়েছে শুনে সারা শহরে জারি হয়ে গেছে লাল সর্তকতা। যুগলের খোঁজে বেরিয়ে পড়ে বন্যপ্রাণ বিভাগের দল। অনেক খোঁজা খুঁজির পর অবশেষে আর এক শহরের একেবারে প্রান্তিক এলাকায় খুঁজে পাওয়া যায় ওই দম্পতি কে। আবার খাঁচা বন্দি করা হয় সিংহ যুগলকে।