সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপ, কি ব’ল’লো হাওয়া অফিস জেনে নিন

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। যে কারণে নভেম্বর মাসেও শীতের দেখা মিলছে না রাজ্যে। মঙ্গলবার থেকে রাতের তাপমাত্রা কিছুটা কমলেও অবশ্য এখনই জাঁকিয়ে শীত পড়বে না বলে জানাচ্ছেন হাওয়া অফিস। উল্টে চলতি সপ্তাহের শেষে তাপমাত্রা বাড়বে বলে জানানো হয়েছে। তবে বৃষ্টির কোনো পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়নি।

সোমবার পূর্বাঞ্চলীয় আবহাওয়া অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বললেন, আগামী কয়েকদিন এই রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা কমবে। উল্টে সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে। মঙ্গলবার এর আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে আগামী দু দিন রাজ্যে শীতের প্রকোপ বাড়লেও শুক্রবার থেকে তাপমাত্রা ফের বাড়বে। একই সঙ্গে জানানো হয়েছে যে বঙ্গোপসাগরে সৃষ্ট একটি ঘূর্ণাবর্ত বুধবার সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে।

এই নিম্নচাপের জন্য রাজ্যে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকবে। যার ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের তাপমাত্রা বাড়বে। একইসঙ্গে জানানো হয়েছে নিম্নচাপটি আগামী শুক্রবার দক্ষিণ অন্ধপ্রদেশে গিয়ে ভূভাগে প্রবেশ করবে। এই নিম্নচাপের প্রভাবে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর একাংশে ভারী বর্ষণের সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শীতপ্রেমী বাঙালিকে আশাহত করেছে। কারণ নভেম্বর মাস শুরু হলেও এ পর্যন্ত শীতের দেখা মিলছে না।