সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্তরবঙ্গকে আ’লা’দা রাজ্য ক’রা নি’য়ে ৩ অবিজেপি নেতার মতামত চা’ই’লো BJP

এর আগেও এমন রব উঠেছিল, যে বাংলাকে ভাগ করতে চায় বিজেপি। উত্তরবঙ্গকে ভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চল করতে চায় বিজেপি। কিন্তু এর বিরোধিতা করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

তিনি গর্জে উঠেছেন, বাংলাকে তিনি ভাগ করতে দেবে না কখনই। কিন্তু সেই সমস্ত বিষয় কিছুদিনের জন্য ধামা চাপা থাকলেও, এবার আবার সেই বাংলা ভাগের প্রসঙ্গ উঠে এসেছে।

সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, সম্প্রতি এই প্রসঙ্গ তুলেছে মাটিগাড়ার নকশাল্বাড়ির বিধায়ক আনন্দময় বর্মণ। উত্তরবঙ্গে কেমন ভাবে কেন্দ্রীয় হস্তক্ষেপ দরকার সেটা নিয়েই বিজেপি বিধায়কের কাছে মতামত চেয়েছে বিজেপি নেতৃত্ব।

আরো পড়ুন: SBI গ্রাহকদের জন্য নয়া ফাঁ’দ পেতেছে প্র’তা’র’ক’রা, স’ত’র্ক করলো কর্তৃপক্ষ

তাছাড়া বিমল গুরুং থেকে শুরু করে, অনন্ত মহারাজ ও নেতা জীবন সিঙ্ঘের থেকেও নাকি বিজেপি এই বিষয়ে মতামত চেয়েছে। বিজেপির নেতারা বাংলা বিভাজন করতে চাইছে এই নিয়ে অনেক বার অনেক কথাই বলা হয়েছে।

সামনেই পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন এই ইস্যুকে কাজে লাগাতে চাইছে বিজেপি এমনটাই দাবি তৃণমূলের। জানা গেছে জন বারলাকে নাকি জীবন সিংহ সমর্থন বার্তা পাঠিয়েছে ভিডিওর মাধ্যমে।

আসলে জানতে যাচ্ছে বিজেপি নেতৃত্ব, কি চাইছে বিজেপি নেতারা? কেন্দ্র শাসিত অঞ্চল চাইছে ? না তারা বিশেষ ক্ষমতা সম্পন্ন অঞ্চল দাবি করছে? জয়ন্ত রায় অবশ্য বলেছেন, উত্তরবঙ্গ নিয়ে আমরা আমদের মতো যথাস্থান জানিয়েছি।

তবে এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, রক্ত দিয়ে দেব, কিন্তু বাংলাকে ভাগ করতে দেব না। জীবন সিঙ্ঘের ভিডিও বার্তার পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ক্ষমতা থাকলে আমার বুকে বন্দুক ঠেকাও, ওরকম অনেক দেখেছি, কিভাবে বন্দুক ভোতা করতে হয় সেটা আমি জানি।