সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২০০০ টা’কা’র নোট আনুন, ২১০০ টা’কা’র মাং’স নিয়ে যান! ফুলেফেঁপে উঠলেন ব্যবসায়ী!

সম্প্রতি ২০০০টাকার নোটের ব্যাবহার বন্ধ করার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকে গিয়ে ২০০০ টাকার নোট বদল করতে পারবেন।কিন্তু অনেকেই এই আবহে আতঙ্কগ্রস্থ হয়ে উঠছে,অনেকে নোটগুলি পাল্টে নিয়ে ব্যাংকে গিয়ে হুড়োহুড়ি শুরু করে দিয়েছে।

কিন্তু একজন প্রকৃত ব্যাবসায়ী সে,যে এই প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রেখে নিজের সুবিধার্থে ব্যবহার করে।দিল্লির এক মাংস বিক্রেতা এক। অভিনব উদ্যোগ নিয়েছে। নিজের দোকানে তিনি পোস্টার দিয়ে প্রচার করছেন, ২০০০ টাকার নোট দিয়ে ২১০০ টাকার মাংস নিয়ে যান।

ঘটনাটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এতে যেমন ক্রেতার লাভ, ঠিক তেমনই বিক্রেতারও লাভ। ক্রেতারা যেন এক ঢিলে দুই পাখি মারছেন। একদিকে ২০০০ টাকার নোটটি পাল্টাতে তাকে আর ব্যাংকে যেতে হচ্ছে না, অতিরিক্ত ১০০ টাকার মাংস বাড়ি নিয়ে যেতে পারছেন তারা।

অন্যদিকে বিক্রেতার অনেকটা বেশি বিক্রয় হচ্ছে । দিল্লির জিবিটি নগর এলাকায় অবস্থিত ছোট ওই দোকানের নাম সর্দার মিট শপ। কিন্তু মাংস বিক্রেতার নাম জানা যায়নি।

ভাইরাল হওয়া ওই ছবিতে অনেকে কমেন্ট করে লিখেছেন, “ব্যবসায়িক বুদ্ধি হল সুযোগ কাজে লাগানো।” একজনের মন্তব্য, “বিজ্ঞাপনের দারুণ কৌশল”।