সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অনেক বেশি সুদ দি’চ্ছে এই সরকারি সংস্থা, টা’কা বিনিয়োগের আ’গে জেনে নিন বিস্তারে

বর্তমানে ব্যাংকের তুলনায় পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদ বেশি পাওয়া যাচ্ছে। ব্যাংক সুদের হার নিয়মিত কমাচ্ছে যার ফলে ইদানিং সাধারণ মানুষ পোস্ট অফিসে বেশি বিনিয়োগ করছেন।

পোস্ট অফিসের একাধিক স্কিমে সুদের হার ব্যাংকের তুলনায় অনেক বেশি। পোস্ট অফিসে টাকা থাকে নিরাপদ। খোদ সরকার থাকে গ্যারান্টার হিসেবে। এই টাকার উপর দুরন্ত রিটার্ন থাকে।

সুদের হার বেশি। ত্রৈমাসিক হিসেবে পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ পাওয়া যায়। পোস্ট অফিসের এফডি একাউন্ট খোলাও সহজ। এই সংস্থার ওয়েবসাইটে গেলে সমস্ত তথ্য পাওয়া যায়।

আরো পড়ুন: মাত্র ১৫ টা’কা’য় ভরপেট খাবারের ব্যবস্থা করছে ভারতীয় রেল, জানুন কি কি থাকবে

সাধারণত ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে সাত দিন থেকে এক বছরের জন্য সুদের হার হয় 5.50 শতাংশ। তিন বছরের জন্য সুদের হার থাকে 5.50 শতাংশ। 3 বছর 1 দিন থেকে 5 বছর পর্যন্ত এফডির ক্ষেত্রে 6.7 শতাংশ হারে সুদ দেওয়া হয়।

ব্যাংকের তুলনায় পোস্ট অফিস সুদের হারের ব্যাপারে অনেকটাই এগিয়ে। এখানে একের বেশি একাউন্ট খোলা যায়। টাকা থেকে সুরক্ষিত এবং সরকার দ্বারা নিয়ন্ত্রণ হয়। অফলাইন এবং অনলাইন দুভাবেই একাউন্ট খোলা যাবে। জয়েন্ট একাউন্ট খোলা যাবে।

পাঁচ বছরের জন্য অ্যাকাউন্ট খুললে তার উপর পাওয়া যায় বিশেষ করছাড়। একটি পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে সহজে অ্যাকাউন্ট ট্রান্সফার করে নেওয়া যায়। পোস্ট অফিসে সর্বনিম্ন ডিপোজিটের পরিমাণ থাকে 1000 টাকা।