সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাত্র ১৫ টা’কা’য় ভরপেট খাবারের ব্যবস্থা করছে ভারতীয় রেল, জানুন কি কি থাকবে

প্রতিদিনই রেলপথে লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপেই পৌঁছে যান নিজেদের গন্তব্যে। এমনকি, দূরপাল্লার কোনো যাত্রার ক্ষেত্রেও চোখ বন্ধ করে ভরসা করা যায় রেলপথকে। পাশাপাশি, অন্যান্য পরিবহন মাধ্যমের তুলনায় ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে খরচের পরিমানও অনেকটাই কম।

আর এই কারণগুলির জন্যই রেলকে আমাদের দেশের লাইফ লাইনও বলা হয়ে থাকে। যাত্রীদের ট্রেনে সফরকালে স্বাচ্ছন্দ্য এবং সুবিধার কথা মাথায় রেখে প্রায়শই একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় রেল।

সেই রেশ বজায় রেখেই এবার নতুন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে যে, এবার যাত্রীদের খিদের চিন্তা দূর করতে এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে রাঁচি রেলওয়ে ডিভিশন।

আরো পড়ুন: ঋতুপর্ণর মৃ’ত্যু’বা’র্ষি’কী’তে আবেগঘন পোস্ট বুম্বাদার

মাত্র ১৫ টাকার বিনিময়ে এবার ভরপেট খাবারের ব্যবস্থা করছে তারা। এই প্রসঙ্গে জানা গিয়েছে, রাঁচি রেলওয়ে ডিভিশনের তৈরি করা চার্টে আপাতত দু’টি মেনু নথিভুক্ত করা হচ্ছে।

যার মধ্যে প্রথম মেনুতে মাত্র ১৫ টাকার বিনিময়েই যাত্রীদের ২০০ গ্রাম ভাত, ২০০ গ্রাম ডাল এবং আচার পরিবেশন করা হবে। পাশাপাশি, দ্বিতীয় মেনুতে থাকবে ৭টি পুরি, ১৫০ গ্রাম আলুর তরকারি এবং আচার। আর প্রতিটিক্ষেত্রেই দাম পড়বে মাত্র ১৫ টাকা।