সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভূমিকম্পের ক’ব’লে ভারত ও পাকিস্তান, ঘু’ম ভা’ঙা’র আগেই তী’ব্র ঝাঁ’কু’নি

সাতসকালে ঘুম ভাঙার আগেই ঝটকা রাজস্থান-লাদাখে। ঘুম ভাঙার আগেই তীব্র ঝাঁকুনি। কেঁপে উঠল রাজস্থানের বিকানির শহর। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র দেওয়া তথ্য অনুযায়ী,এদিন ভোর ৫টা ২৪ মিনিট নাগাদ তীব্র ভূমিকম্প অনুভূত হয় বিকানির অঞ্চলের। ভূমিকম্পের তীব্রতা ছিল রিকটার স্কেলে ৫.৩। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১১০ কিলোমিটার নীচে। এই ভূকম্পনের উৎস ছিল বিকানির থেকে প্রায় ৩৪৩ কিলোমিটার দূরে। তীব্র আতঙ্কে রাস্তায় নেমে আসে এলাকাবাসী।

একই দিনে ভূমিকম্প অনুভূত হল লাদাখেও। আজ ভোর ৪টে ৫৭ মিনিট নাগাদ লাদাখ থেকে১৯ কিলোমিটার দূরে লে অঞ্চলের কাছাকাছি ঝাঁকুনি অনুভূতি হয়। এক্ষেত্রে রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৪।

মেঘালয় তুরা অঞ্চলেও ভূমিকম্প হয়েছে রাত দুটো দশ মিনিট নাগাদ। উল্লেখ্য দিন ছয়েক আগেই সিমলায় ভূমিকম্প অনুভূত হয় রিকটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৬।

পাকিস্তানেও আজ ভোরে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে । সকাল ৫ টা ২৪ মিনিট নাগাদ কেঁপে ওঠে পাঞ্জাব প্রদেশের বিস্তীর্ণ অংশ। রাজনাপুর জেলা থেকে ৩৮ কিলোমিটার দূরে ভূমিকম্প অনুভূত হয়।