সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কিশোরের পে’টে জ’ড়ি’য়ে আ’ছে তিন ফুট ল’ম্বা USB তা’র! যেভাবে বে’র করলেন চিকিৎসকরা

বেশ কিছুদিন ধরে পেটে অসহ্য যন্ত্রণা, পেটে গোলমাল হয়েছে ভেবে ওষুধ খাওয়াও হয়েছিল, কিন্তু ব্যথা কিছুতেই কম ছিল না। বরং দিন যত যাচ্ছিল ততই যেন ব্যথা আরো বাড়ছিল। শুধুমাত্র পেট ব্যথা নয় তার সঙ্গে হচ্ছিল মাথা ঘোরানো, অবশেষে স্থানীয় এক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ১৫ বছরের এক নাবালকে।

সেখানেই এক্স-রে করা হয় এবং ধরা পড়ে অবাক করে দেওয়ার মত রিপোর্ট। দেখা যায় নাবালকের পেটের মধ্যে রয়েছে মোবাইল ফোন চার্জ দেওয়ার একটি ইউএসবি তার। এই ঘটনাটি হয়েছে তুরস্কের দিয়ারবাকির নামের একটি স্থানে।

যে স্বাস্থ্য কেন্দ্রের এই পরীক্ষাটি করে চিকিৎসকেরা ধরতে পারেন সেখানে সেই কিশোরের চিকিৎসা হয়নি, তাকে নিয়ে যেতে হয় ফিরাত ইউনিভার্সিটি হাসপাতালে। দেখা যায় যে তারটির শেষ প্রান্ত সেই বালকের ক্ষুদ্রান্তের মধ্যে ঢুকে গেছে। এরপরে এই বিষয়ে চিকিৎসা করার দায়িত্ব নেন ইয়াসির দোগান নামের এক শল্য চিকিৎসক।

আরো খবর: স্বপ্নে কোনোদিন কা’লো বিড়াল দেখেছেন? তবে এই জিনিসটি হাতছা’ড়া হবে আপনার!

এন্ডোসকপির মাধ্যমে ওই তারটি পেট থেকে বের করা হয়। বের করা ওই তারটির দৈর্ঘ্য তিন ফুটের থেকেও বেশি শুধুমাত্র যে চার্জ দেয়ার তার পাওয়া গেছে তা নয় তার সঙ্গে চুল বাঁধার একটি ফিতেও পাওয়া গেছে পেট থেকে। তবে এখন প্রশ্ন কিভাবে এত বড় একটি তার ওই কিশোরের পেটে গেল। যদিও এই বিষয়ে কোন কিছুই জানা সম্ভব হয়নি।