সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ নিয়ে আ’লা’দা আবহাওয়ার পূর্বাভাস, কি ব’ল’লো হাওয়া অফিস?

সাধারণ মানুষ চৈত্রে এই গরমে রীতিমতো অস্বস্তিতে। সেক্ষেত্রে কবে হবে বৃষ্টিপাত? প্রশ্ন সাধারণ মানুষের। বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হয়নি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই আগামী ৪৮ ঘণ্টায়।

কলকাতা সহ উপকূলের জেলাগুলির আকাশ থাকবে আংশিক মেঘলা। তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। বিহার সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে, রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি আপাতত নেই।

দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আপেক্ষিক আদ্রতা বাড়াবে অস্বস্তি। তবে আগামী ৪৮ ঘণ্টায় জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিগত কয়েকদিন ধরেই চলছে বৃষ্টিপাত।

আরো পড়ুন: বগটুই কা’ণ্ডে ফের বো’মা ফা’টা’লে’ন আনারুল, এবার চা’পে পড়তে পা’রে তৃণমূল!

অবস্থার বিশেষ পরিবর্তন হবে না। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে বৃষ্টিপাত হবে।

আপাতত আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না। রবিবার হাওয়া বদলের সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। সম্ভাবনা নেই বৃষ্টিপাতের।