সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এটি ছাড়া ট্রেনে ও’ঠা যা’বে না, এমনকি স্টেশনেও ঢো’কা যাবে না, নি’র্দে’শি’কা জা’রি রেলের

করোনা সংক্রমণ দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত সপ্তাহ থেকেই করোনার এই ঊর্ধ্বগতি চোখে পড়ছে।ভারতীয় রেল এমতাবস্থায় যাত্রীদের জন্য কঠোর গাইডলাইন জারি করল। যা কিনা ট্রেনে চড়া যাত্রীদের অবশ্যই মেনে চলতে হবে। রেলের এই নির্দেশিকায় জানানো হয়েছে, মাস্ক ছাড়া কোনও যাত্রীকে রেল চত্বরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না।

এর পাশাপাশি করোনা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্যও গাইডলাইন জারি করা হয়েছে। এছাড়া, করোনা রোধে গাইডলাইন কতটা মেনে চলা হচ্ছে, তার দিকেও নজর রাখবে রেল।

এ বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান, GM ও DRM-এর সঙ্গে একটি ভার্চুয়াল আলোচনা সেরেছেন। রেলমন্ত্রী বিভিন্ন রেলওয়ে জোনের ঊর্ধ্বতন অফিসারদের নির্দেশ দিয়েছেন, যাতে সাধারণ মানুষ রেলওয়ে হাসপাতাল এবং সাধারণ স্বাস্থ্য ব্যবস্থার সুবিধা নিতে পারে।

রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং CEO ভি কে ত্রিপাঠি, বোর্ডের সদস্যরা, রেল মন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিকদের পাশাপাশি সমস্ত জোনাল রেলওয়ে, বিভাগীয় রেলওয়ে ম্যানেজাররা এই ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছিলেন। জানা গিয়েছে, ব্যবস্থাপনা সম্পর্কে খুঁটিয়ে জানতে চান রেলমন্ত্রী।

কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে রেলের গাইডলাইন হল, মাস্কহীন ব্যক্তিদের রেল স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না। মাস্ক ব্যবহারের পাশাপাশি বারাবার হাতের হাইজিন সম্পর্কে সচেতন করতে রেল স্টেশনে বারবার ঘোষণা করা হবে। মাস্ক পরা ও অন্য সতর্কতা ব্যবস্থা মেনে চলতে সাধারণ মানুষকে সতর্ক করতে একটি প্রচার অভিযান চালানো হবে।